@iamzahir
মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যাক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে উযূ করে মসজিদে যাচ্ছে। মাঝ পথে সে পা পিছলিয়ে পড়ে গেল। তার কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার উযূ করে মসজিদের দিকে রওয়ানা দিল।
মাঝ পথে আবার সে পা পিছলে পড়ে গেল। তার কাপড় ময়লা হয়ে গেল।সে আবার বাসায় গেল কাপর বদলিয়ে উযূ করে মসজিদের দিকে রওয়ানা দিল।
মাঝ পথে আসতে লন্ঠন হাতে এক লোকের সাক্ষাত পেল। লোকটিকে সে জিজ্ঞাস করল, আপনি কে?
.
সে উত্তরে বলল, আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দেই। লোকটি লন্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তাকে ইনি বললেন, চলুন নামায পড়ে
নেই। লোকটিকে নামায পড়ার জন্য বারংবার বলার পর ও অনেক পীড়াপীড়ি করার পরও লোকটি নামাজ পড়ল না।
.
তখন তাকে জিজ্ঞাস করলঃ আপনি নামায পড়া পছন্দ করেন না, বলুন তো আপনি কে? লোকটি উত্তরে বলল, আমি শয়তান।
.
আমিই আপনাকে ১ম বার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদে নামায না পড়ে আপনি বাড়ী ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পর বাড়ীতে গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ তায়ালা আপনার সব গোনাহ ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়ীতে গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদের দিকে রওয়ানা দিলেন, তখন আল্লাহ তায়ালা আপনার পরিবারের সবার গোনাহ ক্ষমা করে দেন। এরপরও যখন পড়ে গিয়ে আপনি বাড়ী থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ তায়ালা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন।
.
তাই তাড়াতাড়ি আমি লন্ঠন হাতে আপনাকে মসজিদে পৌছে দিয়ে গেলাম।
আল্লাহু আকবার........!!!
হে আল্লাহ তুমি আমাদের নিয়মিত ঈমামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন.....
আমিন..!!!
_________ #Collected
আমি বিশ্বাস করি মানুষকে, ভালবাসি মানুষকে।
প্রতিটি মুহূর্তই উপভোগ করতে চাই, আমার এই ক্ষুদ্র জীবনের।
আমার পাশের মানুষগুলো ভালো থাকুক হাজার গুণবেশি, তাহলেই ভালো থাকা সুখে থাকা আমার।
সবকিছুই অর্জন করতে চাই কষ্ট করে-কারণ-তাতেই অনেক বেশি পূর্ণতা। আমি কারও ডানায় ভর করে উড়তে চাই না।
এক পা দুপা করেই এগিয়ে যেতে চাই পাহাড়ের চূড়ায়, আকাশের নীলে।
আমি সপ্নবিলাসী মানুষ, তাই হাজারো সপ্নে রাঙাই নিজেকে।।
আমি একাটা কথা সব সময় মনে করি,,,অতিত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বর্তমান টাই সব... আমাদের কিছু করার থাকলে এখনি করতে হবে,
আমাদের কিছু বলার থাকলে এখনি বলতে হবে,,ভবিষ্যৎ হলো একটা মরিচিকা..!!!