🌍 ফরেক্স মার্কেটের ইতিহাস (Forex er Itihas)
🔁 ১. বিনিময় প্রথা (Barter System) – প্রাচীন যুগ
প্রাচীনকালে মানুষ পণ্য বিনিময় করে লেনদেন করত। এক জিনিসের বদলে আরেক জিনিস দিত – একে বলে Barter System।
তখন মুদ্রা ছিল না, তাই ফরেক্স বলতে কিছু ছিল না।
🪙 ২. ধাতব মুদ্রার প্রচলন – প্রাচীন সভ্যতা
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে লিডিয়া (বর্তমান তুরস্ক) রাষ্ট্র প্রথম ধাতব মুদ্রা চালু করে।
এরপর সোনা, রূপা ইত্যাদি ধাতব মুদ্রা ব্যবহৃত হতো, যা বিভিন্ন দেশে ভিন্ন মানে লেনদেন হতো।
💰 ৩. গোল্ড স্ট্যান্ডার্ড (Gold Standard) – ১৮৭৫ সাল
১৮৭৫ সালে Gold Standard চালু হয়।
প্রত্যেক দেশের মুদ্রার মান নির্ধারণ হতো সোনার রিজার্ভ অনুযায়ী।
এই পদ্ধতি আন্তর্জাতিকভাবে মুদ্রা বিনিময় সহজ করে তোলে।
🌐 ৪. ব্রেটন উডস চুক্তি (Bretton Woods Agreement) – ১৯৪৪ সাল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৪৪টি দেশ ব্রেটন উডস চুক্তি করে।
এতে ঠিক করা হয়:
ডলার হবে প্রধান রিজার্ভ মুদ্রা।
১ আউন্স সোনার দাম নির্ধারণ করা হয় $৩৫ ডলার।
অন্যান্য দেশের মুদ্রা ডলারের সাথে পেগ করা হয়।
🧨 ৫. ফিক্সড রেটের পতন ও ফ্লোটিং এক্সচেঞ্জ রেট – ১৯৭১ সাল
১৯৭১ সালে আমেরিকা Gold Standard বাতিল করে।
তখন থেকে মুদ্রার মান চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে উঠানামা করে, একে বলে Floating Exchange Rate System।
💻 ৬. আধুনিক ফরেক্স মার্কেট – ১৯৯০ এর দশক
ইন্টারনেট আসার পর সাধারণ মানুষও ফরেক্স ট্রেড করতে পারে।
আগে শুধুমাত্র বড় ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং গভার্নমেন্ট ফরেক্স ট্রেড করতো।
১৯৯৬ সালের পর থেকে অনলাইন ব্রোকারের মাধ্যমে ব্যক্তিগত ট্রেডাররাও ফরেক্সে অংশ নিতে পারে।
📊 আজকের ফরেক্স মার্কেট
এটি বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে লিকুইড বাজার।
প্রতিদিন প্রায় ৭ ট্রিলিয়ন ডলারের বেশি লেনদেন হয়।
প্রধান মুদ্রা জোড়া: EUR/USD, GBP/USD, USD/JPY, XAU/USD (গোল্ড) ইত্যাদি।
Businessman