আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে আমাদের চামড়ায় পেইন রিসিপটর থাকে যা ব্যথা বা যন্ত্রনাকে মস্তিষ্কে পৌছে দেয়। প্রায় দেড় হাজার বছর আগে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা সেই কথাটাই আমাদের জানিয়ে দিয়েছেন। ''নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব। যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই ওর স্থলে নূতন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৪:৫৬)'' আপনি কুরআন নিয়ে যত গবেষনা করবেন আল্লাহর মহিমা আর অস্তিত্বের তত প্রমান পাবেন।