মেয়ে: আমি সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করি। তুমি?
ছেলে: আল হেলালের!
মেয়ে: আমি লাক্সের সাবান ব্যবহার করি। তুমি?
ছেলে: আল হেলালের!
মেয়ে: আমি ওলে ক্রিম ব্যবহার করি। তুমি?
ছেলে: আল হেলালের!
মেয়ে: আচ্ছা, আল হেলাল কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড?
ছেলে: আরে না!! আল হেলাল আমার রুমমেটের নাম...!!

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry

টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার?
ছাত্র: স্যার জনক হল ২ প্রকার৷ একটা হল 'জাতির জনক' আর আরেকটা হল 'আশঙ্কাজনক'৷ (ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল)
টিচার: উত্তর শুনে টিচার রেগে গিয়ে বলল, তোর উত্তর হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷ আর সেইটা হবে তোর জন্য 'বিপদজনক'৷
ছাত্র: স্যার আপনেরটাও হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'৷
তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল,
স্যার, আরেক প্রকার জনক আছে৷ আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷

5 years ago

টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার?
ছাত্র: স্যার জনক হল ২ প্রকার৷ একটা হল 'জাতির জনক' আর আরেকটা হল 'আশঙ্কাজনক'৷ (ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল)
টিচার: উত্তর শুনে টিচার রেগে গিয়ে বলল, তোর উত্তর হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷ আর সেইটা হবে তোর জন্য 'বিপদজনক'৷
ছাত্র: স্যার আপনেরটাও হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'৷
তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল,
স্যার, আরেক প্রকার জনক আছে৷ আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry
Translate   5 years ago

মফিজ গেছে ডাক্তারের
কাছে। তো লাইনে দাড়িয়ে
আছে।
খানিকক্ষণ পর একটি লোক
ডাক্তারের চেম্বার থেকে
কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো।
মফিজ:আপনি কাঁদছেন কেন?
লোক:ডাক্তার অনেক হারামি।
সে বলল রক্ত টেস্ট করবে।কিন্তূ
হাতের আঙ্গুল কেটে ফেলল।
মফিজ কথা শুনে দিল এক দোড়।
পিছন থেকে ঐ লোক বলল আপনি
দৌড়চ্ছেন কেন?
মফিজ:আমি তো এসেছি
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
পেসাব পরীক্ষা করতে।
ডাক্তার যদি আমার ঐটা............হা হা হা

5 years ago

মফিজ গেছে ডাক্তারের
কাছে। তো লাইনে দাড়িয়ে
আছে।
খানিকক্ষণ পর একটি লোক
ডাক্তারের চেম্বার থেকে
কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো।
মফিজ:আপনি কাঁদছেন কেন?
লোক:ডাক্তার অনেক হারামি।
সে বলল রক্ত টেস্ট করবে।কিন্তূ
হাতের আঙ্গুল কেটে ফেলল।
মফিজ কথা শুনে দিল এক দোড়।
পিছন থেকে ঐ লোক বলল আপনি
দৌড়চ্ছেন কেন?
মফিজ:আমি তো এসেছি
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
পেসাব পরীক্ষা করতে।
ডাক্তার যদি আমার ঐটা............হা হা হা

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry

স্কুল পরিদর্শনে এসে ক্লাস নাইনের রুমে ঢুকলেন পরিদর্শক। তখন ইতিহাস ক্লাস চলছিলো। ফার্স্ট বয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘বলোতো, সোমনাথের মন্দির কে ভেঙেছিলো?’
ফার্স্ট বয়: (ভয় পেয়ে) আমি ভাঙিনি স্যার, বিশ্বাস করেন, স্যার, আমি কোনোরকম ভাঙচুর করিনি! আমাকে মাফ করে দেন স্যার।
পরিদর্শক তখন ক্লাস টিচারের দিকে তাকিয়ে বলছেন, ‘কি বলে আপনার ছাত্র এসব উল্টা পাল্টা?’
শিক্ষক: উল্টা পাল্টা নয় স্যার। আমি ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। খুব ভালো ছেলে স্যার। মন্দির-মসজিদ ভাঙার মতো কোনো কাজ ও করতেই পারেনা।
পরিদর্শক রেগে গিয়ে হেডমাস্টারের কাছে জানতে চাইলেন, ‘এর একটা বিহিত করুন। আপনার সামনেই আপনার ছাত্র আর শিক্ষক মিলে এগুলো কি কথা বলছে?’
প্রধান শিক্ষক: আপনার হয়তো একটু ভুল হচ্ছে স্যার। আমি ইতিহাস শিক্ষককে ব্যক্তিগতভাবে চিনি। সৎ ও সত্যবাদী মানুষ। আমার ছাত্র যদি মন্দির ভাঙতো, তাহলে তিনি সেটা নিশ্চয়ই বলতেন। তাছাড়া আমার ছাত্ররাও খুব ভালো স্যার, ওরা জানালার কাঁচ পর্যন্ত ভাঙেনা, আর আপনি বলছেন মন্দির ভাঙা। আপনি সত্যি সত্যি ভুল করছেন স্যার।
তারপর,,
পরিদর্শকের কী হলো সেটা তো,,,, #ইতিহাস

5 years ago

স্কুল পরিদর্শনে এসে ক্লাস নাইনের রুমে ঢুকলেন পরিদর্শক। তখন ইতিহাস ক্লাস চলছিলো। ফার্স্ট বয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘বলোতো, সোমনাথের মন্দির কে ভেঙেছিলো?’
ফার্স্ট বয়: (ভয় পেয়ে) আমি ভাঙিনি স্যার, বিশ্বাস করেন, স্যার, আমি কোনোরকম ভাঙচুর করিনি! আমাকে মাফ করে দেন স্যার।
পরিদর্শক তখন ক্লাস টিচারের দিকে তাকিয়ে বলছেন, ‘কি বলে আপনার ছাত্র এসব উল্টা পাল্টা?’
শিক্ষক: উল্টা পাল্টা নয় স্যার। আমি ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। খুব ভালো ছেলে স্যার। মন্দির-মসজিদ ভাঙার মতো কোনো কাজ ও করতেই পারেনা।
পরিদর্শক রেগে গিয়ে হেডমাস্টারের কাছে জানতে চাইলেন, ‘এর একটা বিহিত করুন। আপনার সামনেই আপনার ছাত্র আর শিক্ষক মিলে এগুলো কি কথা বলছে?’
প্রধান শিক্ষক: আপনার হয়তো একটু ভুল হচ্ছে স্যার। আমি ইতিহাস শিক্ষককে ব্যক্তিগতভাবে চিনি। সৎ ও সত্যবাদী মানুষ। আমার ছাত্র যদি মন্দির ভাঙতো, তাহলে তিনি সেটা নিশ্চয়ই বলতেন। তাছাড়া আমার ছাত্ররাও খুব ভালো স্যার, ওরা জানালার কাঁচ পর্যন্ত ভাঙেনা, আর আপনি বলছেন মন্দির ভাঙা। আপনি সত্যি সত্যি ভুল করছেন স্যার।
তারপর,,
পরিদর্শকের কী হলো সেটা তো,,,, #ইতিহাস

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry
Translate   5 years ago

এক মেয়ে গেছে সিডির
দোকানে-
Girl: নিউ ফিল্ম
কি আছে ?
দোকানদার: আই লাভ
ইউ!
Girl: স্টুপিড।
দোকানদার:
এটা আসেনি!
Girl: ইডিয়ট।
দোকানদার:
এটা বিক্রি হয়ে গেছে!
Girl: বোকা নাকি?
দোকানদার: এটার
শুটিং চলতেছে.........

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry