জীবনে কিছু মুহূর্ত থাকে,
যেখানে আপনি নিজেই বুঝতে পারেন—
"আপনি কতটা হতভাগা!" 😐
নৌকায় বসে দুইটা বাচ্চার তাকানো দেখে বুঝলাম—
আমি সেই ‘Uncle’ যাকে দেখে ওরা ভয় না পেয়ে অবাক হয়! 😂
#নৌকা_ক্রনিকলস #বাচ্চার_বিস্ময় #হতভাগার_হাসি
ইতিহাসের পাতায় মুসলিম রাষ্ট্রের কালো অধ্যায়!
আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
ফলে ওসামা বিন লাদেনকে অন্যায় নির্মমভাবে শহীদ করা হয়।
ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
ফলে সাদ্দাম হোসেনকে ঈদের দিন নির্মমভাবে শহীদ করা হয়।
লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
ফলে গাদ্দাফিকে নির্মমভাবে শহীদ করা হয়।
মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
মুরসীকে নির্মম ভাবে শহীদ করা হয়।
২০২৪ আমেরিকার ও ইজরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)
এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হামলা,অথচ মুসলিম বিশ্ব নীরব, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
অথচ আয়াতুল্লাহ আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)
অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান Vs ভারত।
তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম।❤️
আনুমানিকভাবে, ইসলাম ধর্ম ২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম অর্থাৎ এক নম্বরে পৌঁছে যেতে পারে, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে ছাড়িয়ে যাবে—এটি Pew Research Center-এর একটি বিখ্যাত গবেষণার (২০১৫ সালের প্রতিবেদন) পূর্বাভাস।
কারণসমূহ:
1. উচ্চ জন্মহার: মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জন্মহার বিশ্বের গড়ের তুলনায় বেশি।
2. তরুণ জনসংখ্যা: মুসলিম জনগণের মধ্যে তরুণের হার বেশি, ফলে ভবিষ্যতে জনসংখ্যা দ্রুত বাড়বে।
3. ধর্মান্তর হার: ইসলাম থেকে অন্য ধর্মে যাওয়ার হার তুলনামূলকভাবে কম।
আনুমানিক পূর্বাভাস (Pew অনুযায়ী):
২০৫০ সাল:
মুসলিম: ~২.৭৬ বিলিয়ন
খ্রিস্টান: ~২.৯২ বিলিয়ন
২০৭০ সাল:
মুসলিম ≈ খ্রিস্টান (প্রায় সমান)
২১০০ সালের মধ্যে:
ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম।
I always learn from the mistakes of others who take my advice.....
Mirza Tahsin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?