@epaypis
আজ আমি আপনাদের সামনে আমাদের ওয়েবসাইটের বিষয় আলোচনা করব। https://epaybis.com/
https://epaybis.com/ .এখনও চালু করা হয়নি। তবে অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে।তাই আমদের সাথে থাকার জন্য একান্ত কামনা করছি। তার পূর্বে epaybis এর লক্ষ্য উদ্দেশ্য কিছু আলোচনা করা যাক:-
লক্ষ্য উদ্দেশ্যগুলো হল:
১। অনলাইন ইনকামকারীগণ সহজ পদ্ধতিতে এবং দ্রুত ডলার গ্রহন করতে পারবে।
২। ডলার প্রতারনার যাতে স্বীকার না হতে হয়।
৩। অনলাইনের মাধ্যমে যাতে জিনিস ক্রয় করতে পারেন।
৪। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইজটিউবের মাধ্যমে যাতে প্রতারিত না হয়।
৫। বাংলাদেশের যেকোন জায়গা থেকেই ডলার ক্রয় ও বিক্রয় করতে পারবেন বিশেষভাবে বাড়ীতে বসেই সেবা গ্রহন করতে পারবেন।
৬। এছাড়া আমাদের দেশে যে ডলারগুলো ব্যাংকে ট্রান্সফার করা যায় তাদের জন্য বিশেষভাবে আমাদের সার্ভিসটি প্রযোজ্য হবে।
৭। সরকারের পাশাপাশি বাংলাদেশকে যাতে আরো ডিজিটালাইজ করা যায় তার জন্য অবদান রাখা আমাদের মূখ্য লক্ষ্য ও উদ্দেশ্য।