শাড়ি পড়া মেয়েদের প্রতি সব ছেলের এক ধরনের দুর্বলতা থাকে- এই কথাটি সত্যি হলে আমি বলব পান্জাবি পড়া ছেলেদের প্রতিও প্রত্যেকটা মেয়ের দুর্বলতা থাকে
স্বীকার করুক আর না করুক🙈🙉🙊
যেমন আমার ছোট ভাই আর আমার কথাই ধরা যাক। 😂এমনিতে তার সাথে আমার সম্পর্ক বেশ তিক্ত। বয়সে আমি নয় বছরের বড় হলেও সে নিজেকে আমার বড় ভাই ভাবে এবং আমাকে সম্বোধন করে-“এই অলস মেয়ে, এই অকর্মণ্য মেয়ে,এই ক্রিটিকাল মেয়ে” (ক্রিটিকাল শব্দ নতুন শেখায় কারণে অকারণে ইউজ করে সে আজকাল) 😂
আমি বাইরে একা যেতে চাইলে আম্মুকে বলে,”ও তো কিছু পারেনা। ওকে কেন যেতে দাও? কোনও কাজই পারেনা। বাইরে গেলে গাড়ির ধাক্কা খাবে” 😭😭(চিন্তা করেন কত বড় সাহস) আরেকটু ছোট থাকতে একটা অর্ডার করলে কোনও উচ্চবাচ্য ছাড়াই মেনে নিত। এখন এক গ্লাস পানি চাইলে ইভেন একটা খাতা একটু টেবিল থেকে এনে দিতে বললেও বলে- “অলস জানি কোথাকার।খালি ভাইবোনকে খাটায়!” আরও বলে,”তোমার বিয়ের পর তোমাকে সবাই খাটাবে” ইত্যাদি ইত্যাদি। এসবের পর ভ্রাতৃপ্রেমে গদগদ হওয়ার উপায় নাই।
রান্না করার তার বড়ই শখ🙊🙊 দিনের বেশির ভাগ সময় সে কাটায় রান্নাঘরে। মাছ কাঁটা,মুরগি কাঁটা ,বিরিয়ানি রান্না-তার নয় বছরের জীবনে সে অনেক অসাধ্য সাধন করে ফেলেছে যেখানে আমি জীবনে রান্নাঘরের ছায়া মাড়িয়েও দেখিনি😒😒😒তাই সামনে পড়লেই তাকে-হাফ লেডিস,ভবিষ্যৎ বউপাগলা,বাবুর্চি বলে গুঁতাগুঁতি করা আমার স্বভাব😋😋 পড়াশুনায় সে তুলনামূলক উদাসীন। তাই তাকে নবিতা বলেও গুঁতাই প্রত্যেকদিন😆😆😆সেও কম যায়না। আমাকে বলে দিয়েছে-“আমি রান্না না পারায় বিয়ের পর আমার বর কান্নাকাটি করবে! আমাকে যে বিয়ে করবে তার অনেক খাওয়ার কষ্ট হবে ইত্যাদি”( পিচ্চি বিয়ের কি বোঝে আল্লাহ্ জানে)😛😛
যাইহোক,এসব কারণে তাকে দেখলে আদর করার পরিবর্তে চোখ কুঁচকে মুখ বাঁকিয়ে ভেঙ্গাতে বেশি প্রিফার করি😌😌
কিন্তু আজকে সে পাঞ্জাবি পড়ে আব্বুর সাথে নামাজে যাওয়ার সময় রুম থেকে বের হয়ে (নরমালি বাসায় দৈনিক ১৫ ঘণ্টা আমার রুমের বাইরে তেমন যাওয়া হয়না) লাল টুকটুকে পাঞ্জাবি পড়া উনাকে দেখে একটু হাগ দিতে ইচ্ছা করলো। 🙈🙈 টাইট হাগ দিয়ে একটা চুমু দিলাম গালে। 😘😘
তার প্রথম রিঅ্যাকশন- “এই মেয়ে(সে আমাকে এই মেয়ে ছাড়া আর কিছু বলেনা। জীবনেও আপু বলেনা) তোমার মতলবটা কি? আমাকে দিয়ে নিশ্চয়ই কোনও কাজ করাতে চাও? এছাড়া জীবনেও তো আদর করোনা।” 😕
দেখেন কেমন কষ্টে আসি 😔😔
যাইহোক,পোস্টের প্রসঙ্গে আসি। 😁 পাঞ্জাবির মধ্যে কেমন যেন একটা ব্যাপার থাকে (আলখেল্লা টুপিওয়ালা তাবলীগ টাইপের না কিন্তু বত্ব) শান্ত সৌম্য, ভালো লাগার একটা ব্যাপার। পছন্দের মানুষ কে যদি প্রপোজ করতে চান, পাঞ্জাবি পড়ে হাতে ফুল নিয়ে এসে বলবেন ভালোবাসি। হ্যাঁ না বলে যাবে কোথায়?❤️🙊
আমার মারদাঙ্গা বিদ্রোহী ছোটভাই যদি পাঞ্জাবি পড়ে আমার মনে ভ্রাতৃস্নেহ জাগাতে পারে,সে ক্ষেত্রে কোনও পুরুষেরই হতাশ হবার কিছু নেই।😂😂
#জয়_পাঞ্জাবির_জয়❤️❤️