আমি নিঃসঙ্গ নই,
সবগুলো সত্তার সাথে
তুমুল আড্ডায় মুখরিত হয়
আমার প্রতিটি বিকেল।
আমি ব্যথিত নই,
বুকে লুকানো আর্তনাদ আমি
অবলীলায় চাপা দিতে পারি
অট্টহাসির নিচে।
আমি নিশ্চুপ নই,
নিদারুণ নিঃস্তব্ধতার শব্দ দিয়ে
আমিও গাঁথতে পারি
কথার মালা।
আমি স্বপ্নহীন নই,
মিথ্যে মায়ার মিহিন সুতায়
আমিও স্বপ্ন বুনতে
শিখে গেছি।
Habibullah Mullah
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Salman Foysal
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?