#payrchat
পেআরচ্যাট এজেন্ট:
পেআরচ্যাট এজেন্টের মাধ্যমে সর্বনিম্ন দামে সবচেয়ে ভালো পণ্য ও সেবা গ্রাহকের কাছে পৌঁছেছো দেওয়াই আমাদের লক্ষ্য।
একজন পেআরচ্যাট এজেন্ট হচ্ছেন পেআরচ্যাটের স্থানীয় প্রতিনিধি।তিনি যে কোনো গ্রাহক বা পেআরচ্যাট ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী পেআরশপ থেকে অর্ডারকৃত পণ্য গ্রাহকের কাছে পোঁছে দিবেন ও পেআরচ্যাট প্রদত্ত সকল সেবা প্রদান করবেন। পেআরচ্যাট ব্যবহারকারী পেআরশপ থেকে পছন্দ মতো পণ্য অর্ডার করতে পারবেন অথবা গ্রাহক সরাসরি পেআরচ্যাট এজেন্টের কাছে গিয়ে এজেন্ট এর স্মার্ট ফোন থেকে পেআরশপে পছন্দপূর্বক পণ্য অর্ডার করবেন। পেআরশপের নিজস্ব ওয়্যারহাউজ থেকে পণ্যটি পেআরচ্যাটের নির্দিষ্ট এজেন্টের কাছে পাঠানো হবে।এজেন্ট পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে দিবেন। পণ্য ফেরতের ক্ষেত্রে গ্রাহক তার এজেন্টের মাধ্যমে বিনামূল্যে পণ্যটি পেআরচ্যাটকে একই ফেরত পাঠাতে পারবেন।
পেআরচ্যাট সরাসরি উৎপাদনকারী বা আমদানিকারক থেকে পণ্য সংগ্রহ করে। ফলে আমরা দিচ্ছি সর্বোচ্চ মান ও সবচেয়ে কম মূল্যের নিশ্চয়তা।
পেআরচ্যাটের মান নিয়ন্ত্রণ ও মূল্য নির্ধারণ কেন্দ্রে পণ্যের মান ও মূল্য দক্ষভাবে যাচাই করে তা ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়। অর্ডার অনুযায়ী ওয়্যারহাউজ থেকে পণ্যটি গ্রহণ ও প্রেরণ কেন্দ্র হয়ে এজেন্ট এর কাছে পৌঁছেছো দেওয়া হয় যা এজেন্ট গ্রাহকের কাছে পৌঁছে দেন।
✔এজেন্ট যে যে কাজগুলো করবেন তা হচ্ছে:
পণ্য ডেলিভারী, আলিবাবা থেকে পণ্য অর্ডার, অ্যামাজন থেকে পণ্য অর্ডার, পেআরচ্যাটের স্থানীয় অফিস হিসেবে দায়িত্ব পালন।
🔯এজেন্ট হয়ে আপনার কী লাভ?
-কর্মদক্ষতার উপর নির্ভর করে সীমাহীন আয়ের সুযোগ এবং সুরক্ষিত আয়ের গ্যারান্টি।
✔যারা এজেন্ট হতে পারবেন:
-শিক্ষার্থীরা: যাদের বয়স 16 এর উপরে এবং যারা পড়লেখার পাশাপাশি বাড়তি আয়ে আগ্রহী
-উদ্যাক্তা: যারা স্বাধীন ব্যবসার মাধ্যমে নিজের উন্নতির জন্য পরিবর্তনে বদ্ধ পরিকর
-গৃহিণী: যারা সংসার নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক উপার্জন করতে আগ্রহী।
-প্রবাসী বাংলাদেশী:
যারা নিজ মাতৃভূমিতে সম্মানজনক ব্যবসা করতে আগ্রহী।
-ইমাম,মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষার্থী: যারা অবসর সময়ে হালাল উপার্জন করতে ইচ্ছুক।
*আমরা দিচ্ছি পাইকারী দামে খুচরা।
✅এজেন্ট কিভাবে হবেন?
-এজেন্ট হতে হলে payrchatbd.xyz এ রেজিস্ট্রেশন করে টিকিট ওপেন করে নাম,ঠিকানা, ইমেইল অ্যাড্রেস,ফোন নম্বর এবং এজেন্ট হতে চান সে কথাটি লিখে টিকেটটি সাবমিট করুন।
আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো।
Habibullah Mullah
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?