"শালীকে 'সাইজ' করা সংক্রান্ত বিষয়টা আমাদের সমাজের সুপ্রাচীন 'আনন্দ'। স্কুল লাইফেও এই বিষয়ক অশ্লীল ইংগিত সংক্রান্ত কৌতুক সিনিয়র-জুনিয়র-বন্ধুদের আড্ডাতে শুনা যায়।
'বউয়ের সাথে শালী ফ্রি' টাইপের কথাও বলতে কারো বাঁধে না, বরং আমার মনে হয় কুৎসিত এইসব 'ফান' চেনাজানাদের প্রায় অর্ধেকের বেশি ছেলেকেই করতে দেখা যায়। আমার সবসময়েই প্রচন্ড অবাক লাগত যে এই ধরণের
নোংরা ইঙ্গিতগুলো সবসময়েই সবাই বেশ গ্রহণ করে নেয় কেন!
সমাজে লজ্জা-শরম ক্ষয়ে যেতে থাকলে, আল্লাহর দ্বীনের শিক্ষা হারিয়ে যেত থাকলে হয়ত এরকম দৃশ্যপট, ইঙ্গিত আর শব্দই প্রকট এবং ভয়ংকর হতে থাকবে। কিন্তু একজন মুসলিম পুরুষের জন্য তার স্ত্রীর বোন তথা শ্যালিকা নিতান্তই আরেকজন নারী, যার সাথে সমস্ত আচরণই হওয়া উচিত সীমারেখা বজায় রেখে।
বিয়ের অনুষ্ঠানে আজকালকার জামাইরা শ্যালিকাদের জড়িয়ে ধরে ছবি ফেসবুকে আপলোড করে অহরহ -- এ নিয়ে বন্ধুরা মজা-মশকরাও করে।
লজ্জা-শরম? সে আবার কী জিনিস?
যারা আল্লাহকে ভয় করেনা তাদের কথা আলাদা, কিন্তু যারা দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে চায়, তাদেরকে আল্লাহ এই বিষয়গুলোতে সতর্ক থাকার তাওফিক দিন। আল্লাহ আমাদের একটা সুন্দর সমাজ গড়ার জন্য যোগ্য করে দিন এবং কবুল করে নিন।"
Video Fun 5 yrs
http://thebanglachotigolpo.xyz/