তুমি আমাকে সুর্যদয় উপহার দেবে বলেছিলে
রাত জেগে ভোরের অপেক্ষায় আমার সে কি আয়োজন, চোখের কোনে চিকচিক করা স্বপ্ন, বুকে ব্যাথা উপশমের প্রশান্তি!!!
আমার ভাবনা হচ্ছিল কবিতা, কথা হচ্ছিল গান,
ভেবে ছিলাম নতুন সুর্যদয়ের প্রথম বৃষ্টিতে ফুলের চাষ করবো
খাঁচায় যত্নে পোষা পাখিগুলোকে মুক্ত করে দেব,
এতোদিনে জেনেছি চোখের জলের নিরানব্বই ভাগই আবেগ, বাকিটা মুল্যবান স্বচ্ছ রক্ত """"""""
Search
Popular Posts






Md Jobayer Mahmud 7 yrs
অসাধারণ