“পড়া, পড়া এবং পড়া” এই কথায় যারা বিশ্বাসী তারাই হতে পারে ভাল ছাত্রের যথার্থ উদাহরণ। কঠোর পরিশ্রম, বিরামহীন সাধনা ও লাগাতার প্রচেষ্টা মানুষকে পৌছে দেয় সাফল্যের শীর্ষ বিন্দুতে। ছাত্র জীবন সংগ্রামের প্রস্তুতি কাল। যে ছাত্র পড়াশুনায় মনযোগি, লেখাপড়াকে আগ্রহের সাথে গ্রহণ করে এবং প্রতিদিনের পড়া সময় মত শেষ করে, সেই ছাত্রই ভাল ছাত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রত্যেক ছাত্রকেই তার নিজের ও দেশের জন্য হতে হবে অধ্যাবসায়ী, পরিশ্রমী ও লেখা পড়ায় অধিক আগ্রহী। একজন ছাত্রকে ভাল ফলাফলের জন্য মেনে চলতে হয় নানা রকম নিয়ম-কানুন। নিচে তাই তুলে ধরা হলো Point আকারে-
অধ্যাবসায়ী
সৃষ্টির আদি হতে মানুষ পরিবেশের সাথে যুদ্ধ করে আসছে তার অস্থিত্বকে টিকিয়ে রাখার জন্য। তারা যদি সংগ্রাম না করত তবে অনেক আগেই ধবংশ হয়ে যেত। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে পরিশ্রম অত্যাবশ্যক। যে ছাত্র যত বেশি পরিশ্রমী সে কম পরিশ্রমী ছাত্রদের তুলনায় ভাল ফলাফল করে। যে ব্যবসায়ী বেশি পরিশ্রমী সে কম পরিশ্রমী ব্যবসায়ীর তুলনায় বেশি সফল। এভাবে যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি উন্নত ও সমৃদ্ধ। আমাদের অনেকেই কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক, তারা মনে করে আল্লাহ মুখ দিয়েছেন, তিনিই খাবার যোগাবেন। আবার এমনো লোক আছে, যারা শুধু ভাগ্যে বিশ্বাস করে তাদের দায়িত্বকে অবহেলা করে। তাদের মনে রাখা উচিত যে, মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। কঠোর অধ্যাবসায় ও অনুশীলনের দ্বারা বহু অসাধ্য কাজও নির্বিঘ্নে সমাধান করা যায়। অনুশীলন, অধ্যাবসায় ও প্রচেষ্টার মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি করাও সম্ভব। যার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন বিংশ শতাব্দীর প্রতিভাধর বিজ্ঞানী আইনস্টাইন যিনি জার্মানীতে জন্ম গ্রহন করেছিলেন। মা সঙ্গীত প্রিয় ছিলেন ফলে মায়ের উৎসাহে তিনি ৬ বছর বয়সেই বেহালা বাজাতে শিখেছিলেন। লেখাপড়ায় খুব দুর্বল হওয়ায় ৯ বছর বয়সেও তিনি স্কুলে ভর্তি হতে পারেন নি। ভর্তি পরিক্ষায় সাফল্য লাভের জন্য তাকে দু’দু’বার পরিক্ষা দিতে হয়েছিল। ডিগ্রী পরীক্ষায় কোন রকম পাশ করতে তাকে অমানুষিক পরিশ্রম করতে হয়েছিল। স্মৃতি শক্তির স্বল্পতা হেতু তিনি স্বুলে চাকুরী জোটাতে ব্যর্থ হলেন। তার পর তিনি স্মৃতি শক্তি বাড়ানোর জন্য সচেষ্টা হলেন। ক্রমাগত অনুশীলন ও অধ্যাবসায়ের ফলে স্বরন শক্তি বাড়াতে সক্ষম হলেন। তারপর পদার্থ বিজ্ঞানে অর্জন করলেন নোবেল পুরষ্কার। মনে রাখতে হবে, বহুবার ব্যর্থতার সিঁড়ি বেয়েই সাফল্যের দরজায় পৌছতে হয়। এভারেষ্ট বিজয়ের কথাই ভাবুন। দীর্ঘ ২২ বছর Read More





