Jibonpata.com সেপ্টেম্বর ১৮ তারিখ থেকে অফিসিয়ালি যাত্রা শুরু করবে। তার জন্য সাইটে কিছু কাজ করাতে হবে। সে লক্ষে ৩/৪ মাস ধরে বেশ কয়েকজন #PHP ডেভেলপার এর সাথে কথা বললাম। কয়েকজনের কথা শুনে মনে হলো। কাজগুলো ওপেন হার্ট সার্জারীর মতো জটিল কিছু। অনেক টাকার ব্যাপার। কিছু ভাই-বেরাদার অল্প টাকায় কাজ করতে চাইলো বা হেল্প করতে চাইলো কিন্তু সবাই ফেইল।

অবশেষে গেলাম মার্কেটপ্লেসে। জীবনপাতার মেম্বার রেংকিং এর কোড গুলো খুজে দেওয়ার জন্য একটা জব ক্রিয়েট করলাম। বিভিন্ন দেশ থেকে এপ্লাই হলো। ১০ ডলার এর প্রজেক্ট। একজন পাকিস্তানি বললো ১৫ ডলার দিলে সে কোডগুলো খুজে দেবে। বললাম , ঠিকাছে দেবো। কিন্তু ব্যর্থ হয়ে রেগেমেগে ডিসপিউট দিলো। ৩ জন ব্যর্থ হবার পর আমার নিজেরই রাগ হলো। সাইটের কোন না কোন ফাইলের মধ্যে কোডগুলো আছে অথচ কেন খুজে পাবোনা? গুগলের হেল্প নিলাম। ৫ মিনিটের মধ্যে কোড পেয়ে গেলাম। তাহলে সেইসব ডেভেলপারদের পিএইচপি, জাভা শিখে কি লাভ হলো হলো?
আমার ব্যাড লাক যে আমি কোন কোডিং জানিনা। এখন মনে হচ্ছে, সোস্যাল সাইটের একজন সফল ক্রিয়েটর হতে হলে জুকারবার্গের মতো একজন সফল কোডারও হওয়া প্রয়োজন।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন