পরোয়া করিনা বাঁচি বা না বাঁচি
জুগের হুজুগ কেটে গেলে,
মাথার উপর জ্বলিছেন রবি
রয়েছে সোনার শত ছেলে ।
প্রার্থনা করো যারা কেড়ে খায়
তেত্রিশ কোটি মুখের গ্রাস,
জেনো লেখা হয় আমার রক্তলেখায়
তাদের সর্বনাশ!
(কাজী নজরুল ইসলাম- আমার কৈফিয়ত )
স্বাধীনতা তুমি শানিত কথার
ঝলসানি লাগা সতেজ ভাষণ
(শামসুর রহমান)
অনেক মুহূর্ত আমি ক্ষয়
ক'রে ফেলে বুঝেছি সময়
যদি ও অনন্ত, তবু প্রেম সে-অনন্ত নয়।
তবু ও তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই
রাখি এ-হৃদয়।
মোঃ শরিফুল ইসলাম
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?