সোনার হিসাবে সর্বোচ্চ রেট ধরলে সাড়ে সাত ভরি সোনার ক্রয় মূল্য=২৬৭,১৩৫/=আর বিক্রয়মূল্য ৩৩৩,৯১৫/= ।কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সমপরিমাণ জমাকৃত সম্পদ/টাকা থাকলে তাকে ২.৫% রেটে প্রতি ভরিতে ৮৯০টাকা (৭.৫ ভরিতে ৬,৬৭৮/= যাকাত দিতে হবে, এভাবে ১০ ভরি বা সমপরিমান সম্পদ থাকলে মোট ৮,৯০০/=টাকা যাকাত দিতে হবে, ১০০ভরির জন্য দিতে হবে=৮৯,০০০/=)
যাকাত দিন,গরিবের হক আদায় করুন, মানুষের হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ্ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ্ নিজের হক না আদায় হলেও বান্দাকে মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক আদায় না হলে সেই গুনাহের মাফ নাই(ভয়ানক সত্য)। এই যাকাত নিয়েই মানুষ সবচেয়ে বেশি অসচেতন।
ক্রয় মূল্য মানে দোকান দার যে দামে কিনবে = আপনি যে দামে বিক্রি করতে পারবেন।তাই ক্রয় মূল্য টা বেইস ধরা হয়েছে।
শেয়ার করুন যত পারেন।
Muhammad Rakibul Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?