@nhtanim
শরহে বেকায়ার বছর "অ" বর্ণের নামের একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল। গড়ে উঠেছিল বেশ সখ্যতাও। কিন্তু আজ আর সে নেই। তাই নামটাও আর আমার মুখে নেই।
হয়ত কখনো বলতে ইচ্ছে হয়। হৃদয় চিরে বেরিয়েও আসে ডাকটা। কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত রাখি।
কারন সে ত আর সে নেই। তাই আমিও এখন নতুন কারো সাথে সখ্যতা করি না। নিজের মত চলি। কারন ....।
ভালো থেকো রেলের স্লিপারে হাত ধরে হাঁটা আর ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজে দুষ্টুমি আর গল্পে কাটানো "অ" বর্ণের সেই তুমি।
জানি তুমি আর কখনো তুমিতে ফিরতে পারবে না। তবুও তোমাকে ভুলতে পারি না, মনের অজান্তেই মনে হয় তোমার কথা। ভালো থেকো তুমি।
জানি না আমার মত তোমারো চোখের কোনে ঝকঝকে মুক্তার মত সচ্ছ্ব কোন কিছু উঁকি দিচ্ছে কিনা।
মানুষ:- আপন হয় তারাই দূরত্বও সৃষ্টি করে তারাই।