সাহসীরা ভাগ্যকে গড়েন, আর অলস ও কাপুরুষরা ভাগ্যকে দোষারোপ করেন। যারা এভারেস্ট জয় করেছেন, তারা লিফটে চড়ে এভারেস্ট এর চূড়ায়
পৌঁছেননি। নিজের পায়ে ভর দিয়ে, শত বাঁধা পেরিয়ে আত্মবিশ্বাসের সাথেই তারা এভারেস্ট জয় করেছেন। তাহলে আপনি কেন পরিশ্রম আর কঠোর সাধনা ছাড়াই সফলতা আশা করেন? জীবনে চ্যালেঞ্জ নিতে হয়। স্বপ্ন শুধু দেখলেই হয়না, স্বপ্ন পুরণে চাই ইস্পাত কঠিন মনোবল। বাঁধা আসলেই অনেকের পরিকল্পনার "পরি"টা উড়ে যায়, পড়ে থাকে শুধুই "কল্পনা "। জীবন মানে দীর্ঘশ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয়। জীবন মানে চ্যালেঞ্জ! আপনার বাঁধা আর ব্যর্থতার মাঝেই সফলতা। আপনার জীবনের বাঁধাগুলো ও আপনার সফলতার পথের কাটা নয়, বরং জীবনের সৌন্দর্য। সফল অনেকেই হয় কিন্তু বিখ্যাত সফল তারাই হয় যারা বাঁধা ডিঙাতে পেরেছে। আমি এক বাক্যে বিশ্বাসী - I will win not immediately but definitely.........
Habibullah Mullah
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?