@Srabonti
সেলুনে ঘাড় মটকাবেন না
রাকিব বয়স ২৫ বছর । নরসুন্দরের কাছে চুল
কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে
নেয় ৫-১০ মিনিট । বিনিময়ে তাকে
কিছু বকশিশ দেয় । একদিন ঘাড় মালিশ
করার সময় কট করে একটা আওয়াজ হয়,একটু
সামান্য ব্যথাও করে উঠেছিল । কিন্তু
ছেলেটি অতটা গ্রাহ্য করেনি। দু-এক
দিন পর সে ঘাড়ে ব্যথা অনুভব করতে
লাগল। ক্রমে ব্যথা বাড়ছে । মা
ভাবলেন,হয়তো উল্টাপাল্টাভাবে
শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। মা
প্রতিদিন বালিশ রোদে দিতে
লাগলেন, ঘাড়ে গরম কাপড় দিয়ে সেঁক
দিতে শুরু করলেন। কিন্তু কিছুতেই ব্যথা
কম হচ্ছে না; বরং দিনদিন বাড়ছেই।
একপর্যায়ে ব্যথা হাতের মধ্য আঙ্গুল
পর্যন্ত আসতে শুরু করল। ব্যথার জন্য ঘাড়
নাড়ানোও তার জন্য কষ্টকর হয়ে উঠল।
শেষ পর্য়ন্ত চিকিৎসকের শরণাপন্ন হলে,
চিকিৎসক পরীক্ষা করে বললেন,
সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়েছে ।
ঘাড়ের এম আর আই (ম্যাগনেটিক
রিজোনেন্স ইমেজিং) ও নার্ভ
কনডাকশন স্টাডি পরীক্ষা করে সেটি
প্রমাণিত হলো । মেরুদণ্ডের দু্টি
হাড়ের মধ্যে এক ধরনের ডিস্ক থাকে
সেখান থেকে স্মায়ুগুলো বের হয়ে
এসে আমাদের হাতে ছড়িয়ে পড়ে। যখন
কোন কারণে ওই ডিস্ক সরে যেয়ে
স্মায়ুর উপর চাপ দেয় তখন ব্যথা ঘাড়
থেকে হাতের দিকে আসে এটাকে
সারভাইক্যাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক
প্রলেপস বলে ।
এক্ষেত্রে চিকিৎসা হল ঔষধের
পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ
হাটাচলা বা মুভমেন্ট করা যাবে না,
এমন অবস্থা থেকে সঠিক
ফিজিওথেরাপি, এক্ষেত্রে রোগীর
অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ
ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি
থেকে দিনে ২-৩ বার
ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়
। এটাতে অবস্থার উন্নতি না হলে
অপারেশনও লাগতে পারে।
আলোচ্য বালকটির এই সমস্যাটি কেন
হলো ? খোঁজ নিয়ে জানা গেল, নরসুন্দর
ঘাড়- পিঠ মালিশ করে বিভিন্ন
ভঙ্গিমায়ে কোন কোন সময় মাথার ওপর
চাপ দেয়, কখনো ঘাড় বাঁ দিকে ও ডান
দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের
জন্য খুবই ক্ষতিকর । এতে ঘাড়ের
স্মায়ুতে চাপ পড়ার আশঙ্কা থাকে।
পরামর্শঃ
* সেলুনে গিয়ে কখনো ঘাড় বা মাথা
মালিশ করাবেন না।
* ঘাড় কখনো খুব বেশি পেছনে বা
পাশে কাত করতে দেবেন না। এতে
হঠাৎ করে
সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়ে
যেতো
কালেক্টেড
মুসলিম ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
বর্তমানে এক ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে, এবং সাহায্য কামনা করে।
যেমন:
.
আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। ইনশাল্লাহ এবার ব্যাংকের জব হয়ে যাবে।"
.
ভাই দুয়া করবেন ব্যাংক থেকে এবার লোনটা যেন হয়ে যায়।
.
মা'সা'আল্লাহ, আন্টি আপনার মেয়ে তো দারুণ নাচতে জানে"...
হ্যাঁ আলহামদুলিল্লাহ স্কুলের ডান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
.
(এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে) ভাবী, আর বইলেন না আপনি যে সুন্দর মাসা আল্লাহ।
.
ইনশাল্লাহ এইবার যদি আর্জেন্টিনা ওয়াল্ড কাপ জিতে আমি নামাজ পড়া শুরু করব।
.
মা'সা'আল্লাহ আপনার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান দারুণ হয়েছিল - যা ডান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যা দোয়া করবেন যেন দ্বিতীয় ছেলের বিয়েটাও এমন করে পালন করতে পারি,
.
(ছেলে-মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে) আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডসরা খুব হেল্প ফুল।
.
মাশাল্লাহ তোমাকে তো এমনিতেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেন?
.
মাশাল্লাহ আমার মেয়েটা এত সুন্দরী যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে,
.
এক আঙ্কেল আমাকে বললেন, "শুনেছ অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিস্টান মিশনারিতে চাকুরি হয়ে গেল, গাড়ি এসে তাকে নিয়ে যায়!
.
.
.
দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত, আরেক পাশে জাহান্নাম। আমরা দাজ্জালের জান্নাতেকেই আল্লাহর নেয়ামত মনে করতেছি। এখনই আমাদের এই অবস্থা, না জানি তার আগমন হলে কি হবে আমাদের।
আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন। আমিন।
I am a simple girl. I love Allah. I love my parents. I am a student.
Rashed Hassan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?