নাম : মোঃ নূরনবী রাজু
বয়স : বাড়তেছে
জন্ম : কোনো এক সালের
একে জানুয়ারি !!
প্রিয় রং : লাল, সাদা, রানী গোলাপী।
প্রিয় খেলা : ফুটবল, এবং লুডু,,,,
প্রিয় খাবার : লাচ্ছি বা কফি,বাসার
যে কোন খাবার ।
প্রিয় কাজ : ড্রাইভিং করা, ড্ডা দেওয়া, ( বন্ধুদের
সাথে দুষ্টামি করতে
ভাল লাগে )
প্রিয় বাক্য : ১) আমি একে-বারে সহজ-সরল,
(২) আমি সবাইকে খুব ভালবাসি
(৩) আমি যাকে ভালোবাসবো সে হতে হবে 100% পিওর ।
(৪) মারামারি : পছন্দ করিনা ।
(৫) পলিটিকাল : সেটা আবার কি ?
(৬) প্রেম বা গার্ল ফ্রেন্ড : পার্মিশন নাই, পাসওয়ার্ড মারা।
প্রিয় বই : Facebook ।
প্রিয় লেখক : অনেকের বই পড়ি।
কিন্তু কাউকে এখনও ঠিক করি নাই।
ভাগ্য : টপ সিক্রেট, ডাবল পাসওয়ার্ড।
ঠিকানা : বাংলাদেশের ভিতরে কোন, এক জায়গায়।
ইচ্ছা, শখ, লক্ষ ও উদ্দেশ্য :
সব থেকে আজগুবি, কিন্তু সবকিছু
সফল করব আমি ইনশাআল্লাহ ।
এমন এক রমণীর সন্ধান পাবো আমি,
যার পুরটা জুড়ে আমি।
যে হবে সুন্দরী, সুশীলা, চঞ্ঝলা!
লাজুক হাসি থাকবে মুখে,
আমার সাথে করবে - মজার দুষ্টামি, যাকে নিয়ে হাটা যায়, মহাকালের পথ ধরে আজীবন,
সে সত্যি, সে আমার ভালবাসা ।
আমার প্রিয় গান : অনেক গুলা !!!
মূল বৈশিষ্ট্য : যাহা বলি আমি তাহা করি !!
● আমি আমারই মতোন, কারো সাথে আমার তুলনা করতে যাবেন না, কেমন।
● আমার দুনিয়াটা আমার মতো করে সাজাতে ভালোবাসি, কারো হস্থক্ষেপ কাম্য নয়।
● অকর্মের ঢেকি......কাজের মধ্যে----- খাওয়া,ঘুরা-ফেরা, বাবার টাকা নষ্ট করা, মাঝে মধ্যে বই পড়া..... আর Full Time Adda+ Friends!
● আমি যার কাছে পরিচিত তার কাছে অনেক কিছু,, কিন্তু অচেনাদের কাছে হয়তো কিছুইনা।
● আমার সবচেয়ে বাঁজে মুহুর্ত তখন, যখন দেখি কেউ আমায় অবহেলা করে....... এটা একদমই সহ্য করতে পারি না, আমি।
● আর একটা বিষয়....... আমায় রিকোয়েস্ট পাঠানো বা Grant করার আগে এটা ভাববেন ........... আমি এস এম এস করলে আমার এসএমএস এর Ans দিতে হবে....... যদি পারেন তবে রিকোয়েস্ট Sent or Grant করবেন।
● আমি অনেকটা আয়নার মতো.......! আয়নার সামনে দাড়িয়ে যেমন করেন, তার প্রতিফলনও তেমন আসে।
ঠিক সেরকমেই.... আমার সাথে যেমন
আচারণ করবেন তার ষোলোআনা ফেরৎ পাবেন আপনি।
● সর্বপরি আমি সবার জন্যে Helpful...... আমি যতটুকু জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি।
● আমি কারো ভাবের ধার ধারি না....... ভাব ওয়ালা/ওয়ালি ১০০ কি. মি. দুরে থাকুন।
কষ্ট করে আমার প্রফাইল দেখার জন্যে ধন্যবাদ।।