@RajeshwarRoy
এখানে আসছেন এতেই আমি খুশি। আমার
সমপরকে জানতে চান ভাল কথা। আমি কে,কী,এবং কেন
সেটা ভাল করে জানতে হলে আমাকে এ্যাড করতে হবে।
কিছুটা জেনেনিন.আমাকে কেউ ১ কেজি পরিমাণ
ভালবাসলে আমি তাকে ২ কেজি পরিমান ভালবাসি। আর
এই জন্য সবাই আমাকে বুকা মনে করে এবং ছ্যাকা দেয়।
আমাকে পাগল বললে কিছু করার নেই কারন আমি সত্য
বলতে লজজা ও ভয় কোনটি পাই না। আমি আমার
সুখটা সবার সাথে শেয়ার করি আর দুঃখটা ঘরের ভেতর
দরজা বনধ করে বিরহের গান
বাজিয়ে কেঁদে কেঁদে হালকা করি। আমি একটূ অন্য রকম।
কী রকম? যখন গান শূনি তখন মনে হয়
আমি যদি শিলপি হতাম। যখন movi দেখি মনে হয়
আমি যদি নায়ক হতাম। আমি নাচতে পারি তবে ঘরের
ভেতর দরজা বনধ করে। আমি সিনেমার ডায়লগ নকল
করতে ভালবাসি। পিচিছদের মতো কথা বলতে ভাল লাগে।
আমি কণঠ নকল করতে পারি। মজা করতে ভাল লাগে।
সবার সাথে মিশতে ভাল লাগে। খারাপ কোন অভ্যাস
নাই। কোন প্রকার নেশা করি না। আডডা মারতে ভাল
লাগে।
↓↓↓↓↓↓↓
↓↓↓↓↓↓↓↓↓
↓↓↓↓↓↓↓↓↓↓
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ
ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ
.
. ₪ পিতার নামঃ আব্বু!!
₪ মাতার নামঃ মা!!!
₪ গার্ল ফ্রেন্ডের নামঃ কইয়া বাঁশ খামু
নাকি!!
₪ ধর্মঃহিন্দু ধর্ম
₪ স্থায়ী ঠিকানাঃ আছে একটা হয়ত,
কিন্তু
নিজের না!
₪ বর্তমান ঠিকানাঃ Look At
স্থায়ী ঠিকানা!
₪ জাতীয়তাঃ বাংলাদেশী!
₪ ভাষাঃ বাংলা!
₪ শখ - রাতে হাঁটা, জোছনা দেখা, গল্প
করা!
₪ প্রিয় রং- কালো, নীল, সাদা!
Δ আমি হারতে চাইনা, হয়তো তাই
বারে বারে পরাজিত!
Δ শূন্যতা ও অপ্রাপ্তির খাতায়
সাদা পাতা নেই!
Δ ঘুমাতে ভালবাসি!
Δ ভোরে ঘুম ভাঙ্গে না!
Δ স্মার্টনেস বলে কিছু নাই আমার মাঝে!
Δ অকারনে হাসি!
Δ অগোছালো ধরনের!
Δ এক ভাবে হাসি (স্টাইল)!
Δ একা থাকতে সাচ্ছন্দ বোধ করি!
Δ মাথায় তার-ছিড়া আছে হয়তো!
Δ গান শুনি!
Δ এক কথায় "আমি অদ্ভূত”!
Δ অনর্গল কথা বলি না!
Δ ছোটরা অজানা এক কারনে পছন্দ
করে আমায়!
Δ কথা বলি জড়তা নিয়ে
(এখন কম)!
Δ ঝগড়া করি - শুদ্ধ ভাষায়!
Δ অভিজ্ঞতার ঝুলি অনেক
বড়ো অভিজ্ঞতা দিয়ে বিরক্ত
করি অন্যদের!
Δ বিরক্ত করি বন্ধুদের!
Δ লিখতে গেলে কলম ভাঙ্গার দশা হয়!
Δ অলস!
Δ অবাস্তব চিন্তা ও কল্পনাপ্রেমী!
Δ কিছু না পারলে মাথা চুল্কাই!
Δ হাসতে পারি না (সঠিক ভাবে)!
Δ ফোন নিয়ে পরে থাকি!
তারা বলে -
আমি নাকি একজন সহজ সরল বোকা মানুষ।
তবে
কথাটার সত্যতা কতটুকু জানা হয়নি।
মানুষ সম্পর্কে নেগেটিভ ভাবতে ভাল
লাগে । কারন, নেগেটিভ
না ভাবলে পজেটিভ
দিকগুলো বের করা যায় না ।
তুচ্ছ বিষয় নিয়ে প্রচুর
চিন্তা করি আর জরুরী বিষয়
গুলো হাওয়ায়
উড়িয়ে দেই ।
রহস্য ব্যাপারটা নিয়ে একটু
আলাদা ইন্টারেষ্ট আছে ।
একাকীত্ত্ব চরম ভালবাসি - কারন,
একাকীত্বের স্বাদ এখনো নেয়া শেষ
হয়নি।
অল্পতেই বিশ্বাস করতে মন চায়, বড়
একা আমি নিজের ছায়ার মত, শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত, নিঃসঙ্গ বৃক্ষের মত !
আমি খুব কল্পনা প্রবণ, স্বপ্ন
দেখতে ভালোবাসি। কিন্তু স্বপ্ন পূরণের
চেষ্টা
করিনা। কি দরকার চেষ্টা করার
যা ভাগ্যে থাকবে
তাইতো হবে।
ভালোবাসতে ভালবাসি,
স্মৃতিগুলোকে হাতের মুঠোয়
বন্দি করে ভাবতে
ভালবাসি ।
আমি ভালো একটা ক্ষমতা নিয়ে জন্মেছি পৃথিবীতে, আমি
অসম্ভব পরিমাণে ভালোবাসতে পারি।
অপরিমেয় অফুরন্ত ভালোবাসা..
প্রকৃতি তার সৃষ্ট জীবের মাঝে সব
অপূর্ণতা গুলো মনে হয় আমাকে ঢেলে
দিয়েছেন..
তাই নিজের মতন থাকি আর এই
অপূর্ণতা গুলো
ঢেকে রাখার চেষ্টা করি !!!
........