পিসির জন্য ক্যাপচা। (পোষ্ট নংঃ১) 
 
 
এই সাইটে আমার একটা টিম আছে। যেখানে অনেক ওয়ার্কার দরকার। 
আমি টিম অ্যাডমিন হিসেবে কাজ করব। 
 
>>পেমেন্টঃ প্রতি সপ্তাহের মংগলবার এবং বুধবারে। 
>>পদ্ধতিঃবিকাশ/রকেট 
***মিনিমাম ১ ডলার হলে টাকা নিতে পারবেন। 
 
>>ভালো আর্ন হবে। ১০০০ক্যাপচায় (মিনিমাম দেড় ডলার থেকে ২ ডলার পর্যন্ত আয় হবে। আপনার প্রতিদিনের আয় অ্যাপ এই দেখতে পারবেন। 
রাত ১২ টার পর আবার নতুন করে একাউন্ট রিসেট হবে তবে আপনার মোট আয় ঠিকই থাকবে। আপনার মোট আয় জানতে চাইলে আমাকে নক করবেন। 
 
>>একইসাথে তিনটা উইন্ডো তে কাজ করতে পারবেন।(পিসির এইটাই সুবিধা) 
 
কাজের প্রাথমিক ধাপঃ 
 
ধাপঃ১>> 
নিচের লিংক থেকে WinRar নামক সফটওয়ার ইনস্টল করেনিন।(যদি না থাকে) 
http://www.fileeagle.com/software/175/WinRAR/ 
 
ধাপঃ২>>> 
নিচের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে নিনঃ 
http://worker.captchatypers.co....m/Forms/exe/NewCaptc 
 
কাজের ধাপঃ 
 
"এবার পিসির জন্য ক্যাপচা। (পোষ্ট নংঃ২)" 
শিরোনামের পোষ্ট দেখুন ।এই পোষ্টের পিক গুলো ধারাবাহিক ভাবে মিলিয়ে নিয়ে কাজ শুরু করুন। 
 
সাবধানতাঃ ব্রাউজার দিয়ে কাজ করতে যাবেন না। করলে ব্যান হবেন। 
 
+++স্মার্টফোনের জন্য ক্যাপচা। পোষ্ট আকারে আগামিকাল দেয়া হবে।
				    				
				    				
				    				
				    				
				    				
				    				
S M Akter Hossain
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?