@badhon209
দুই কেজি দেই?
মুকুল পেপে পছন্দ করতো না, এখন খেতে হয়, লিভারের সমস্যারটার পর কাচা পেপে ভর্তা; সব্জীতে, শিং মাছের ঝোলে পেপে অবধারিত। লিভারের কারণে মদটাও ছাড়তে হয়েছে, কিন্তু ভদকার সাথে পেপে-ভিনেগারের যে সালাদটা খেতো সেটা ছাড়েনি। কিন্তু ১০ টাকা কেজির পেপে ছয়মাসে ৩০ টাকা হওয়ায় সে হতবাক হয়।
স্যার?
হ্যাঁ, দুই কেজিই দাও।
ঘরে ঢোকার মুখেই দেখে গেটের সামনে রাজ্জাক দাঁড়ানো। রাজ্জাক আসা মানেই কাজ আর কাজ মানেই টাকা। রাজ্জাক হলুদ দাঁত বের করে হাসে।
সালাম ভাই।
কী খবর!
রাজ্জাক কিছু বলে না, মুকল তালা খোলে। বেডরুম আর ড্রইংরুমের মাঝখানে প্যাসেজ ও বাথরুম। রাজ্জাক ড্রইরুমে বসে। মুকুল বাথরুমের দরজা খোলা রেখেই গোসল করে আর রাজ্জাকের সাথে কথা বলো।
রাজ্জাক, আমি বাইর হমু, তাড়াতাড়ি কামের কথা সারো।
কথা আর কি, ছবি, ঠিকানা নিয়া আসছি, এডভান্স আনছি।
মালটা কেডা?
চিনি না। পলিটিকাল অইতে পারে।
কতো আনছো?
যা দেই তাই, অহন বিশ বাকীটা পরে।
অইবো না।
জ্বি ভাই!
পঞ্চাশ লাগবো। নগদ। কাম শেষ হইলে আরো পঞ্চাশ।
কী কন ভাই! একটানে এতো দাম বাড়াইলে কেমনে অইবো!
অইবো না কেন, মাইনসের দাম কম! জানো, তিন মাসে পেপের দাম বাড়ছে তিনগুণ। সবখানেই দাম বাড়াইবা, লাশের দাম বাড়াইবা না! মানুষ মারা কি সোজা কাম? রেট বাড়াও।
রাজ্জাক নিরুত্তর, স্তব্ধ হয়ে যায়। বাথরুমে কলের শব্দ হয় অবিরল।
দুই কেজি দেই?
মুকুল পেপে পছন্দ করতো না, এখন খেতে হয়, লিভারের সমস্যারটার পর কাচা পেপে ভর্তা; সব্জীতে, শিং মাছের ঝোলে পেপে অবধারিত। লিভারের কারণে মদটাও ছাড়তে হয়েছে, কিন্তু ভদকার সাথে পেপে-ভিনেগারের যে সালাদটা খেতো সেটা ছাড়েনি। কিন্তু ১০ টাকা কেজির পেপে ছয়মাসে ৩০ টাকা হওয়ায় সে হতবাক হয়।
স্যার?
হ্যাঁ, দুই কেজিই দাও।
ঘরে ঢোকার মুখেই দেখে গেটের সামনে রাজ্জাক দাঁড়ানো। রাজ্জাক আসা মানেই কাজ আর কাজ মানেই টাকা। রাজ্জাক হলুদ দাঁত বের করে হাসে।
সালাম ভাই।
কী খবর!
রাজ্জাক কিছু বলে না, মুকল তালা খোলে। বেডরুম আর ড্রইংরুমের মাঝখানে প্যাসেজ ও বাথরুম। রাজ্জাক ড্রইরুমে বসে। মুকুল বাথরুমের দরজা খোলা রেখেই গোসল করে আর রাজ্জাকের সাথে কথা বলো।
রাজ্জাক, আমি বাইর হমু, তাড়াতাড়ি কামের কথা সারো।
কথা আর কি, ছবি, ঠিকানা নিয়া আসছি, এডভান্স আনছি।
মালটা কেডা?
চিনি না। পলিটিকাল অইতে পারে।
কতো আনছো?
যা দেই তাই, অহন বিশ বাকীটা পরে।
অইবো না।
জ্বি ভাই!
পঞ্চাশ লাগবো। নগদ। কাম শেষ হইলে আরো পঞ্চাশ।
কী কন ভাই! একটানে এতো দাম বাড়াইলে কেমনে অইবো!
অইবো না কেন, মাইনসের দাম কম! জানো, তিন মাসে পেপের দাম বাড়ছে তিনগুণ। সবখানেই দাম বাড়াইবা, লাশের দাম বাড়াইবা না! মানুষ মারা কি সোজা কাম? রেট বাড়াও।
রাজ্জাক নিরুত্তর, স্তব্ধ হয়ে যায়। বাথরুমে কলের শব্দ হয় অবিরল।
Traffic jams mean a situation where traffic is stuck in the same place or moves very slowly. It is a very common scene in the big cities of Bangladesh. People are getting exhausted because of this unbearable problem. There are so many reasons for traffic jams. The first reason is the higher the number of vehicles on the road.
Our roads are not very wide and good. You will see there are no different lanes for different types of vehicles. It is not possible to construct in our country right now. People have no knowledge of traffic education. Most of the drivers are driving without a driving license and their cars also don’t have proper papers.
But still, they can drive by giving bribes to traffic police. Our cities are overpopulated and every year the population is increasing rapidly. This amount of people needs to move and use transportation. To support them, there are tons of different types of public transportations available.
.
https://ronex.io/?ref=badhon209
Ei link a dhuki regestration kore 20$ biakashe payment garranty ami
Swajon Khan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Shifat Johany
Delete Comment
Are you sure that you want to delete this comment ?