নানা স্টাইলের প্রেমপত্র
জমির দলিল স্টাইল (এক বাক্যে এক চিঠি):
আমি সাদেক খান, সাং লক্ষ্মীনগর, পিতা বাসেত আলী, বয়স ২৫ বছর এই চিঠি মারফত একই গ্রামের চৌধুরীবাড়ির দ্বিতীয় কন্যা মিস মিলি চৌধুরীকে জানাইতেছি যে কিছুদিন যাবৎ আমি আপনার প্রেমে ব্যাপক হাবুডুবু খাইতেছি এবং ইতিপূর্বে আমি আপনাকে আমার প্রেমের কথা জানাইলেও আপনি খুব একটা পাত্তা দেন নাই, উপরন্তু আমাকে একবার বাটে পাইয়া থাপ্পড়ও মারিয়াছেন, যাহা আমি তখন মুখ বুজিয়া সহ্য করিয়া গেলেও এখন সিদ্ধান্ত নিয়াছি যে যা হয় হোক আমি পিছাইয়া না পড়িয়া থাপ্পড় ধর্তব্যের মধ্যে না আনিয়া, নিরাশ না হইয়া বরং বিপুল উৎসাহ-উদ্দীপনার সহিত প্রেম নিবেদন চালাইয়া যাইব, যার উদাহরণস্বরূপ এই চিঠিখানা আপনার নিকট প্রেরণ করিয়াছি, যাহা পড়িয়া আপনি পুনরায় দাঁত কিড়মিড়ি দিবেন এবং আমাকে মারার জন্য উদ্ধত হইবেন জানি, তথাপি এই চিঠি আপনাকে লিখিয়াছি, কারণ আই লাভ ইউ।
রাজনৈতিক বিবৃতি স্টাইলঃ
প্রাণপ্রিয় মিলি,
শুনলাম, বাসার ছেলের সঙ্গে তোমার প্রেম চলছে।এটা জানতে পেরে আমি মর্মাহত হয়েছি।সেই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।ঘটনার সঙ্গে জড়িত ওই ছেলে এবং তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে আমার দলের ছেলেপেলেদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।তারা তোমার প্রেমিককে চিরুনি অভিযানের মাধ্যমে খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করবে।
মিলি, ওই ছেলের সঙ্গে তোমার প্রেমট্রেম করে লাভ হবে না।তোমার উচিত একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়া।তখন দেখা যাবে কে তোমার যোগ্য।এলাকার জনগণ আমার সঙ্গে আছে এটা ভুলে যেয়ো না।
অফিসিয়াল স্টাইল (আবশ্যক) ঃ
মিলি, আমি আপনার প্রেমে পড়েছি।আপনি ইচ্ছুক থাকলে অতিসত্বর নিম্নঠিকানায় আবেদন করুন।আবেদনের সঙ্গে যা যা পাঠাতে হবেঃ
১. দুই কপি সদ্য তোলা ছবি (ফটোশপে এডিট করা না, এই মর্মে সত্যায়িত)
২. আগের প্রেমিকের বায়োডাটা
৩. মোবাইলে কার কার সঙ্গে এফএনএফ করা থাকলে তার তালিকা।
৪. খামের ওপর মোবাইল নম্বর স্পষ্ট করে লিখতে হবে (সচল নম্বর)
*** ডেটিংয়ের ভেন্যু ও খাওয়া-দাওয়া: আলোচনা সাপেক্ষে।
নির্বাচনী পোস্টার স্টাইলঃ
দুনিয়ার প্রেমিক এক হও।
প্রিয় মিলি,
আমাদের এলাকার অহংকার, গরিব, দুঃখী, মেহনতি মানুষের বন্ধু, অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, সংগ্রামী নেতা মজনু খানের সালাম ও ভালোবাসা নিন।
প্রেম বর্ষ ২০১১-১২-তে এলাকার যুবসমাজের পক্ষ থেকে তিনি এবার আপনার সঙ্গে প্রেম করার জন্য মনোনীত হয়েছেন।তাঁর প্রেমে সাড়া দিয়ে আপনি তাঁকে আপনার সঙ্গে প্রেম করার সুযোগ দিয়ে ধন্য করুন।
প্রচারে, এলাকাবাসী।