নিজের অজান্তেই ইসলামকে অবমাননা করছেন না তো, অবশ্যই জানা উচিত।
আজকাল সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছে যুব সমাজ।তবে বলে রাখা ভালো সব যুবক-যুবতি এক নয়। আল্লাহ আমাদের একটি সুস্থ মস্তিষ্ক দান করেছেন যার মাধ্যমে আমরা নিজ-নিজ জীবন যাপন তার ইচ্ছাই পরিচালিত করে থাকি।এটা মানতে আশা করি কোন সমস্যা নাই।তবে সুস্থ মস্তিষ্কের যুবক-যুবতি তোমাদেরকে বলছি। তোমরা কেন নিজের এবং সমাজের জন্য অকল্যাণ বয়ে আনছো। সমাজের নিকৃষ্টতম কাজগুলো আজ তোমাদের দারায় প্রচালিত হচ্ছে। যেনার মতন নিকৃষ্টতম কাজ থেকে তোমরা নিজেকে হেফাজত করছো না।যেনাকে আজ তোমরা নাম দিয়েছো ভালোবাসা।আরে ভালোবাসা বলে সন্তানের সাথে মা-বাবার আদরের ভাই-বোনের স্বামীর সাথে বিবির। কিন্তু তোমরা যে অবাধ মেলামেশা করছ এটা নিঃসন্দেহে যেনাহ।দয়া করে পবিত্র ভালবাসা গুলোকে যেনার মাঝে হারাতে দিবেন না। আমাদের সকলের উচিত প্রেম নামক এই যেনাহ থেকে বিরত থাকা।আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ আপনার কাছে আমানত রাখা হয়েছে।সেগুলোর একমাত্র হকদার আপনার প্রাণের বিবির বা আপনার প্রানের স্বামীর।যে এই আমানতের খেয়ানত করবে এবং স্বামী বা স্ত্রীর হক অন্য কারোর সংস্পর্শের মাধ্যমে নষ্ট করল। নিশ্চয় সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।আসুন আমরা নিজে বাঁচি এবং অন্য কেউ বাঁচাই। আমার মতে যুব সমাজকে বাঁচাতে নারীদের ভূমিকা অনেক বেশি। বলতে পারেন কিভাবে?তাহলে শুনুন একজন নারী নামাজের মাধ্যমে সে নিজেকে রক্ষা করল,নিজের পাপ কর্ম থেকে সে মুক্তি পেল। আর যদি সে নামাজও পড়ে এবং পর্দা করে তবে সে নিজেই বাঁচল না তার সাথে আরো দশটা যুবককেও বাঁচালো। তাই আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি আসুন আমরা সচেতন হয়। একটি সচেতন যুবসমাজই পারে জাতিকে একটি সুষ্ঠু সমাজ উপহার দিতে।
অনেক কথার মাঝে কিছু ভুল হতেই পারে।ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো শুধরে দেবার অনুরোধ রইলো।আর মনে রাখবেন সেই উত্তম বন্ধু যে অন্য বন্ধুর কল্যাণের জন্যে ভুলগুলো ধরিয়ে দেয়।
Md Sohel Rana
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Md Sohel Rana
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Abdullah Al Fahad
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?