@zakirbappy
পিচ্চি বউ পর্ব - ০১ || জিসান আহম্মেদ রাজ
এই তুই আমাকে বিয়ে করেছিস কেন?আজ বাসর রাত তবুও একটা পাপ্পি ও দেস না মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস! কোথায় ভেবেছিলাম,বর এই করবে সেই করবে ! শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোন মিল দেখতে পাচ্ছি না !
বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে ক্ষানিকটা অবাক হলাম!
" কি হলো কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস, কিছু করবি না! না করলে ফলকাটা ছুরি গলায় চালিয়ে দিবো। এই এই তুই ভয় পাছসিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর! সরি তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ঐসব "
তাকান আমার দিকে, আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে।বুকের বাম পাশে তিল থাকলে নাকী বর অনেক রোমান্টিক হয়? ( মেয়েটা)
!
--পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে?কী বলছেন এইসব। এইসব কি বলতে হয়? চুপ-চাপ ঘুমান নইলে নিচে শুতে হবে। বয়স ১৫ হবে কিনা সন্দেহ আছে কথা বলে কী একেকটা। (আমি)
''হায় আল্লাহ! কি বলেন আপনি না আমার স্বামী? ভাবী বলেছে, স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরো কোথায় কি আছে বলবো কী?জানেন আমার না নাভীর কাছে! ( মেয়েটা)
!
--- আল্লাহ, আমাকে বাঁচাও মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে! এই পিচ্চি চুপ করবে তুমি? (আমি)
!
শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী - স্ত্রীর মাঝে ! আপনি তো দেখছি কিছুই করছেন না? একটা কিস তো করতে পারে। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন । তা না করে মাঝখানে কুলবালিশ দিয়ে রাখছেন। (মেয়েটা)
!
---কার কাছে শুনেছ?(আমি)
!
---কেন ভাবীর কাছে। (মেয়েটা)
!
--- আর কী শুনেছো?
!
-- ভাবী বলেছে স্বামী যেমন, যেমন করতে বলে তেমনি করতে।( মেয়েটা)
!
---- ওহ! আচ্ছা, খুব ভালো তোমার ভাবীটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবী বলেছে না স্বামী যা বলেছে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও! ( আমি)
!
--- তা হলে ঘুমাবো?বাসর রাতে নাকী ঘুমাই না। তুমি কি আমাকে ড্রপ দিচ্ছো?আচ্ছা কুলবালিশটা সরাও মাঝখানে ইন্ডিয়া - পাকিস্তান করে রাখছে! ( মেয়েটা)
!
---- এই পিচ্চি চুপ করবে! আমার জীবনটা নরক বানাতে এসেছে! ঘুমাও বলছি।( আমি)
!
--- অ্যা অ্যা বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী আর আমাকে ঘুমাতে বলছো। আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি?
!
--- আবার আইডিয়া, আচ্ছা বল কী বলবে।(আমি)
!
--- বাসর রাতে কী,কী করে আপনি বলেন আমি সব করবো। আইডিয়া টা চমৎকার না। (মেয়েটা)
!
--- এই কতবার বলবো তোকে স্ত্রী হিসেবে মানিনা। তার পরও এতো প্যাঁচ প্যাঁচ করস কেনো? (আমি)
!
--- আপনি না মানলে কী হবে আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের এক বারই বিয়ে হয়। যখনি আল্লাহ তায়ালার কালাম পড়ে তিনবার কবুল বলেছি তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয় পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো! ( মেয়েটা)
!
-- আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিবো যওোসব। জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না!
!
--- আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে! এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁঠের সাথে ঠোঁঠ মিলিয়ে দিলো।আমার চোখজোড়া বন্ধ হয়ে গেল! পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস - ঠাস করে চড় বসিয়ে দিলাম! এই মেয়ে বাসর রাতের সখ জাগচ্ছে! নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে! আর সে কীনা বাসর রাত নিয়ে লাফা- লাফি যত্তোসব। হিটলার টা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। ( আমি)
!
-- আপনি ভুল বলছেন নাকে চাপ দিলে দুধ বের হয়না নাকি টিপ দিলে থাক বলবো পঁচা বের হয়। দুধ তো বের হয়!!!
!
--- আল্লাহ কই রাখছো আমায়। এই ডেবিল মেয়ে চুপ করবি। পিচ্চি হয়ে এতো কথা বলতে হয় না! (আমি,)
!
-- সত্যি বললে, ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্চি না আমার বয়স ১৪ বছর ৩ মাস ১৭ দিন! (নাক টানতে টানতে বললো মেয়েটা)
!
-- মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি? কিন্তু কি করবো! পিচ্চি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যত'টাই নষ্ট করে দিলো।
!
-- আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেরেছেন কী? (মেয়েটা)
!
-- কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো! পিচ্চিটার দিকে তাকাতেই, মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এতো সুন্দর কোন মেয়ে হতে পারে। মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। একি পিচ্চিটার ঠোঁঠ কেঁটে রক্ত বের হচ্ছে! থাপ্পরটা জুরেই লাগছে।
!
--- আচ্ছা তোমার নাম কী?
!
--আমাকে বিয়ে করার সময় নাম শুনেন নি? (মেয়েটা)
!
-- তোমাকে বিয়ে করার কোন ইচ্ছাই ছিলোনা ";হিটলার 'টার জন্য বিয়ে করেছি। এখন নাম কী বলবে? (আমি)
!
--- এখন বলে লাভ নেই! বিয়ে করে ফেলেছেন। শুনেন আমার নাম কারিমা জাহান কথা!
!
-- আচ্ছা কথা সরি, তোমার লাগিনি তো? এই যে নাও টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও! ( আমি)
!
-- আপনি, না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না! না মানলে আমার জন্য কষ্ট পেতেন না? ( কথা)
!
---- ওই চুপ করবি! তোকে স্ত্রী হিসেবে কোন দিন মানিনা আর মানবোও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না! এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সুফাতে আর একটু থাকলে আমি পাগল হয়ে যাবো।
!
-- কই যাচ্ছেন আপনি? ( কথা)
!
--- জাহান্নামে যাচ্ছি, চুপ- চাপ এখানে শুয়ে থাকবি। নইলে তোকে ফ্লরে শুয়ে থাকতে দিবো।( আমি)
!
-- আচ্ছা ঠিকআছে ( করুণসুরে কথা)
yes i agree
Habibullah Mullah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
@$hr@ful !$l@m009
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md jibon chowdhury
Delete Comment
Are you sure that you want to delete this comment ?