সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে বহুকাল থেকেই অনেক পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রহণ ঘিরে রয়েছে একাধিক ধর্মীয় ও সংস্কৃতিগত 'বিশ্বাস'। আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা বিশ্বের সর্বত্রই সূর্যগ্রহণ নিয়ে রয়েছে নানা পৌরানিক কাহিনি।প্রসঙ্গত, চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অন্যদিকে, যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান নেয়, তখন পৃথিবীপৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে সূর্য চাঁদের পেছনে আড়ালে চলে যায় এবং সূর্যের গ্রহণ ঘটে। আবার পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর আড়ালে চাঁদ ঢাকা পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়.
অন্যদিকে,জ্যোতিষ মতে মনে করা হয় অনেকেরই কোষ্ঠীতেই গ্রহণ দোষ থাকে। কালসর্প,পিতৃদোষ, মাঙ্গলিকের মতো গ্রহণ দোষও একটি দোষ। তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই গ্রহণদোষ কী ,বা তাতে কী ধরণের সমস্যা থাকে, সেই প্রসঙ্গে আলোচনার আগে, দেখে নেওয়া যাক ২০১৯ সালে কোন কোন তারিখ ও সময়ে রয়েছে সূর্য ও চন্দ্রগ্রহণ।
বছরের প্রথম সূর্যগ্রহণ
২০১৯ সালের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে ৬ জানুয়ারি । সেদিন ভোর ভোর ৫ টা , ৪ মিনিট ৮ সেকেন্ড থেকে সকাল ৯টা ১৮ মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্ত চলবে এই গ্রহণ।
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ
২০১৯ সালের প্রথম ও দ্বিতীয় সূর্যগ্রহণের মধ্যে ফারাক রয়েছে অনেক দিনের। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি হতে চলেছে ২ জুলাই । সেদিন রাত ১১টা৩১ মিনিট ০৮ সেকেন্ড থেকে গ্রহণ লাগবে। এরপর চা চলবে ৩ রা জুলাই রাত ২ টা ১৪ মিনিটের কাছাকাছী
তৃতীয় সূর্যগ্রহণ
বছরের তৃতীয় সূর্যগ্রহণটি সংগঠিত হবে ১৬ ডিসেম্বর। সেদিন সকাল ৮টা ১৭ মিনিট ০২ সেকেন্ড থেকে শুরু হবে গ্রহণ। তা চলবে বেলা ১০ছ৫৭ মিনিট ০৯ সেকেন্ড পর্যন্ত।
২০১৯ সালের চন্দ্রগ্রহণ
২০১৯ সালের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হবে ২১ জানুয়ারি । সেদিন সকাল ৮টা ০৭মিনিট ৩৪ সেকেন্ড থেকে শুরু হবে গ্রহণ। তা তলবে বেলা ১টা ০৭ মিনিট ০৩ সেকেন্জ পর্যন্ত।
জুলাই মাসের চন্দ্রগ্রহণ
জুলাই মাসে ১৬ তারিখ হতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি। সেদিন রাত ১টায় শুরু হবে এই গ্রহণ চলবে পরের দিন অর্থাৎ ১৭ জুলাই রাত ৩টে নাগাদ পর্যন্ত।
Habibullah Mullah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Lovely Akter
Delete Comment
Are you sure that you want to delete this comment ?