@shahid6415
পথ চলতে চলতে তার সাথে দেখা
হয়েছিল কিছু কথা
কষ্টটা দুজনের একই
তাই হয়তো সেও কাঁদেনি,আমিও না
শান্তির ঘুম অনেক দিন
সেও ঘুমায়নি আমিও না।
সে ছিল শুধুই সফর সংগি
অনেকটা পথ পেরিয়েছি
ছিলনা সে আমার মনের সংগি।
পৃথিবীর আলো বাতাস
পাখির ডাক, নদীর কলতান
সবকিছুই ঠিকঠাক ছিল....
অনেকটা পথ সে চলেছিল.... কিন্তু...
বিচ্ছেদের সময় ছিল না কোন বেবাফায়ী।
কারন!!
ট্রেনে জানালার পাশে বসে তাকে দিয়েছিলাম
ওয়ান টাইম পেপার কাপে এক কফি!!!
🍂এক বেলা উইতে নেই মনে হচ্ছে কতদিন পর আসলাম, আসলে শরীরটা একটু খারাপ আর শরীর খারাপ থাকলে অবশ্যই শরীরকেও একটু রেস্ট দেওয়া উচিত।
🍂 কারন সুস্থতাই সকল সুখের মূলে শুধু সুখের মূলই না বরং কাজের আগ্রহ, এনার্জি পাওয়ার জন্যেও সুস্থতাই সবার আগে প্রয়োজন৷
🍂নিজের কাজের পাশাপাশি পরিবারকেও সময় দিন কারন পরিবারই আমাদের ফাস্ট প্রায়োরিটি হওয়া উচিত সাথে নিজের শরীরের প্রতিও যত্নশীল হোন৷
i am student.i love traveling...