Discribtion of Blog

Comentários · 481 Visualizações

All ব্লগিই আসলে একেকটি ওয়েবসাইট। Blog শব্দটি এসেছে ইংরেজি Weblog শব্দ হতে। Blog মূলত ব্যাক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ?

ব্লগ সম্পর্কে তথ্য- উপাত্তঃ

All ব্লগিই আসলে একেকটি ওয়েবসাইট। Blog শব্দটি এসেছে ইংরেজি Weblog শব্দ হতে। Blog মূলত ব্যাক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। নিজের ইচ্ছায় নিজের অভিজ্ঞতা ইন্টারনেটের দুনিয়ায় প্রকাশ করার মাধ্যমই ব্লগ। যে আর্টিকেল গুলো ব্লগে পোস্ট করে এবং আপডেট করার অধিকার রাখে তাকেই Blogger বলা হয়।

* ব্লগ তৈরির প্লাটফর্ম:

Blog- এ বিভিন্ন বিষেয় লেখালেখি করতে পারা যায়। অর্থাৎ নিজের ইচ্ছামত যে কোনো বিষয়বস্তুর উপর লিখতে পারা যায়। নিচে কয়েকটি বিষয়বস্তুর উদাহরণ দেওয়া হলঃ

 (1) ডিজিটাল মার্কেটিং (2) ফিটনেস ও ওজন নিয়ন্ত্রণ (3) সাইন্স (4) টেকনোলজি (5) রূপচর্চা ও সৌন্দর্য (6) খেলাধুলা (7) স্বাস্থ্য (8) ব্লগিং (9) অনলাইনে অর্থ উপার্জন (10) ট্রাভেলিং (11) খাবার রেসিপি  (12) বিভিন্ন খাবার ইত্যাদি।

ব্লগ বিভিন্ন প্রকার হয়ে থাকে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো-

* নিজস্ব ব্লগ:

নিজে যদি আপনার নির্বাচিত বিষয়বস্তুর উপর লেখালেখির কাজ করতে চান তাহলে আপনার ব্লগটি হচ্ছে নিজস্ব ব্লগ। সেটা যে যেকোনো বিষয় হতে পারে। আপনার শখের যে কোনো বিষয় নিয়েও লিখতে পারেন। কোনো বাধা ধরা নিয়ম নেই সেখানে।

* বিজনেস ব্লগ:

 যদি আপনি অনলাইনে ব্যাবসা বা আপনার কোম্পানির প্রচার ও সার্ভিস দিতে চান তাহলে ব্যাবসাভিত্তক/ কম্পানি ভিত্তিক ব্লগ তৈরি করবেন। যেমন আপনার ক্ষুদ্য ব্যাবসা বা প্রতিষ্ঠান আছে। অনলাইনে বপনার এই ব্যাবসা/ প্রতিষ্ঠানের পরিচিতি  গড়ে তোলার জন্য আপনি এই বিজনেস ব্লগ তৈরি করতে পারবেন।

* প্রফেশনাল ব্লগ:

উপার্জনের উদ্দেশ্যে ব্লগ তৈরি করা হয় প্রফেশনাল ব্লগ। আপনি যদি আপনার ব্লগ থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্লগ সম্পাদনা করেন তবে সেটাকে প্রফেশনাল ব্লগ বলা হয়।

* নিস ব্লগ:

Niche হলো কোনো একটি বড় টপিক, যেখানে আরো অনেক ছোট টপিক আছে, এই ছোট টপিক গুলোই হল এক একটি Niche। যেমনঃ খেলাধুলা একটি বড় টপিক এবং ক্রিকেট হল এই বড়টপিকের নিস বা ছোট টপিক।

* রিভার্স ব্লগ:

ব্লগের ভিতর ব্লগ অর্থাৎ একটি ব্লগ যেখানে যে কেউ ব্লগ তৈরি করে ব্লগিং করতে পারে। এটাকে রিভার্স ব্লগ বা গেস্ট ব্লগিং ও বলা হয়।

* এফিলিয়েট ব্লগ:

যে ব্লগটি এফিলিয়েট মার্কেটিং করার জন্য  তৈরি করা হয় তাকে এফিলিয়েট ব্লগ বলে। সহজ ভাষায় এফিলিয়েট হলো অন্যের প্রডাক্ট অপনার মাধ্যমে বিক্রি করা। এখানে আপনি হতে পারেন একজন মাধ্যম। আপনি এই প্রডাক্টগুলো বিক্রি করার জন্য যে ব্লগ তৈরি করবেন সেটাইকে বলা হয় এফিলিয়েট ব্লগ।

* মিডিয়া ব্লগ:

মিডিয়ার উপর নির্ভর করে যে ব্লগ তৈরি করা হয় তাকে মিডিয়া ব্লগ বলে। মিডিয়া বলতে সাধারণত মুভি, মিউজিক, ফটো, পিডিএফ বই ইত্যাদিকে বুঝানো হয়ে থাকে।

* ফ্রিল্যান্স ব্লগ:

ওয়েব ডেভেলপার বা সফটওয়ার ডেভলপাররা যখন তাদের ফ্রিল্যান্স কাজের প্রচার করার জন্য কোনো ব্লগ তৈরি করে তখন সেটাকে আমরা ফ্রিল্যান্স ব্লগ বলা হয়। সেক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার তার কাজের যোগ্যতা এবং সার্ভিস গুলো ব্লগে তুলে ধরে থাকেন।

* পোর্টফলিও ব্লগ:

নিজস্ব পরিচিতি বিষয়ক ব্লগই হচ্ছে পোর্টফলিও ব্লগ। এটা সাধারণত আপনার অনলাইন এবং মডার্ণ CV।  ফ্রিল্যান্স জবের ক্ষেত্রে অথবা আপনার ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য আপনি এটি ব্যাবহার করতে পারবেন।

ইতিকথা:

আমার বিশ্বাস বুঝতে পেরেছেন ব্লগ কি? এবং ব্লগ কত ধরণের আমি তা আপনাদের বোঝাতে সক্ষম হতে পেরেছি।

Comentários

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন