সপ্তম শ্রেণি । বিজ্ঞান

Comments · 2185 Views

দশম অধ্যায়- বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা

তাড়িত চৌম্বক কী?

উত্তর : একটি লোহার পেরেককে বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ চালনা করলে লোহার পেরেকটি চুম্বকে পরিণত হয়, এটিই তাড়িত চৌম্বক।

বিদ্যুৎ প্রবাহ কী?

উত্তর : কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে।

তড়িৎ বর্তনী কাকে বলে?

উত্তর : তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে।

অর্ধপরিবাহী পদার্থ কী?

উত্তর : যে পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করে তাকে অর্ধপরিবাহী পদার্থ বলে।

বিদ্যুৎ কী?

উত্তর : আধানের প্রবাহই বিদ্যুৎ।

বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন তারের কুণ্ডলী থাকে?

উত্তর : বৈদ্যুতিক বাল্বের ভেতর সরু টাংস্টেন তারের কুণ্ডলী থাকে।

চুম্বক কাকে বলে?

উত্তর : যেসব পদার্থ চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তাদের চুম্বক বলে।

 

 

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন