বাংলা ব্লগ লেখার নিয়ম

বাংলা ব্লগ লেখার আলাদা কোন নিয়ম নেই, তবে ইংরেজী, বাংলা বা, যেকোন ভাষাতেই লিখুন না কেন ব্লগ লেখার একটি নির্দিষ্ট

বাংলা ব্লগ লেখার নিয়মগুলো জানলে আপনি ব্লগিং এ সহজে সফলতা পাবেন। মোবাইল এবং কম্পিউটারে ঠিকমতো লেখা পড়া যাচ্ছে কি না সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্লগের ডিজাইনের জন্য আপনাকে লিওনার্দো দ্যা ভিঞ্চি হতে হবে না। 

একাডেমিক লেখা আর ব্লগ লেখা এক নয়

আপনি হয়তো স্কুল কলেজে অনেক রচনা খুব ভালো লিখতেন বা, নানারকম লেখালেখির অভ্যাস আপনার রয়েছে। ফরম্যাটটি ভুলে যান, অভিজ্ঞতা এবং জ্ঞান কাজে লাগবে। 

বাংলা ব্লগিং এর ক্ষেত্রে সিপিসি খুবই কম থাকবে, আয় কম হবে এটাই স্বাভাবিক। প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়ার যোগ্যতা এবং লেগে থাকার ধৈর্য্য থাকলে এটিকে পেশা হিসেবেও নেয়া সম্ভব।

যা বলছিলাম, ব্লগে বড় বড় প্যারাগ্রাফ আকারে লেখা হয় না। এখানে অনেক রকম হেডিং থাকে, বোল্ড/ইটালিক টেক্সট থাকে, উক্তি থাকে, ছবি, ইনফোগ্রাফিক এবং ভিডিও থাকে। 

১/২ টি বাক্যে একটি প্যারা শেষ হয়। এর কারণ হচ্ছে, ব্লগকে আকর্ষণীয় রাখতে হয়। একাডেমিক লেখার মতো লিখলে পাঠক মনে করবে লেখাটি ভালো- পরে পড়ব, ভাই বিশ্বাস করেন পরে আর আসবে না। প্রথমেই আপনাকে পাঠকের আকর্ষণ নিয়ে নিতে হবে। 

ভালো লেখা কত শব্দে হবে

এই লেখাটিকে আমি বড় করছি না, তবে ভালো লেখা হতে হলে ১৫০০-২০০০ বা, তার চেয়ে বেশী শব্দে লিখতে হবে। আপনি হয়তো ভাবছেন পাঠক যা চাইছে( মানে সার্চ করছে) শুধু সেটি থাকলেই হচ্ছে।

একইরকম আরো কিছু বিষয় পেলে পাঠক সেটিও পড়তে চায়। গুগলের সাজেশনে দেয়া সব কিছু লেখার মাঝে যোগ করতে পারলে ভালো হয়। আর্টিকেলকে নিয়মিত আপডেট করতে হয়, আপডেট করলে র‍্যাংকিং এর উন্নতি ঘটে। 

Comentários

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন