চেন্নাই সুপার কিংসকে গতকাল রাতে আবুধাবিতে তারা সাত উইকেটের বড় ব্যবধানে হারায়। প্রথমে ব্যাট করে চেন্নাই পাঁচ উইকেট হারিয়ে ১২৫ রান করে। রবীন্দ্র জাদেজা ৩৫ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৮ রান করেন।
জবাবে, ২ দশমিক ৩ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় রাজস্থান। হারায় মাত্র তিন উইকেট। ৪৮ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন জশ বাটলার। অন্যদিকে অধিনায়ক স্টিভেন স্মিথ করেন অপরাজিত ২৬ রান। দীপক চাহার দুই উইকেট নেন।
দশম ম্যাচে এটা রাজস্থানের চতুর্থ জয়। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে সাতটিতেই হারা চেন্নাইয়ের পয়েন্ট মাত্র ছয়। নয় ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে দিল্লী ক্যাপিটালস।