তীব্র গরমে হাটেই মারা গেলো ৩০ মণ ওজনের ‘টাইগার’

Comentários · 597 Visualizações

তীব্র গরমে হাটেই মারা গেলো ৩০ মণ ওজনের ‘টাইগার’

কোরবানির আগে তীব্র গরমে গাবতলী পশুর হাটে স্ট্রোক করে প্রায় ৩০ মণ ওজনের গরু টাইগারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গাবতলী পশুর হাটে এ ঘটনা ঘটে। গরুটি লালন পালন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক বলেন, সকালেও গরুটি ভালো ছিল। খাওয়া-দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। ধপাস করে মাটিতে পড়ে যায় ও পাঁচ মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ।

তিনি বলেন, প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। অনেক আদর যত্ন করে গরুটি লালন-পালন করেছি। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন। তবে গরুর দাম কম করে হলেও ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি হওয়ার আশায় গাবতলীতে নিয়ে আসেন বলে তিনি সাংবাদিকদের জানান।

you want to know more news follow my profile........

you want to know more news follow my profile........

Comentários

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন