১০২ ক্যারেটের নিখুঁত হীরা বিক্রি হলো ১৫.৭ মিলিয়ন ডলারে

Comentários · 395 Visualizações

১৫.৭ মিলিয়ন ডলারে ১০২ ক্যারেটের বিরল সাদা বর্ণের হীরা বিক্রি হয়েছে। টেলিফোনে এক ব্যক্তি নিখুঁত সেই হীরাটি কিনে নিয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।

মহামারী করোনাভাইরাসের কারণে অনলাইনে নিলামটির আয়োজন করে হংকংয়ের সোথবাই।

২০১৮ সালে কানাডার একটি খনিতে হীরাটি পাওয়া গিয়েছিল। ২৭১ ক্যারেট থেকে কেটে এটিকে ১০২ ক্যারেটের হীরায় রূপান্তরিত করা হয়।

ওই হীরার কোনো রিজার্ভ মূল্য ছিল না। ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো হীরা এভাবে বিক্রি করা হয়েছে। 

 
 
Comentários

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন