ঘরের মাঠে রোববার রাতে সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে তুরিনের ক্লাবটি। তাদের দ্বিতীয় গোলটি করেন লিওনার্দো বোনুচ্চি।
ডাগআউটে আন্দ্রেয়া পিরলোর শুরুটা হলো জয়ে রাঙানো। মাওরিসিও সাররিকে সরিয়ে গত অগাস্টে সাবেক তারকা এই মিডফিল্ডারকে দায়িত্ব দেয় ইউভেন্তুস।





