ভিবিন্ন ব্র্যান্ডের টিভির দাম যেনে নিন

Yorumlar · 167 Görüntüler

বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। কিন্তু পুরনো টিভি তো অনেক দিন চলল। এবার কি নতুন টিভি কেনার কথা ভাবছেন?

বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। কিন্তু পুরনো টিভি তো অনেক দিন চলল। এবার কি নতুন টিভি কেনার কথা ভাবছেন? প্রযুক্তির ছোঁয়ায় আরও বেশি সুবিধা পেতে অনেকেই কিনছেন স্মার্ট টিভি। আর তাই যারা নতুন করে স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তাদের জন্য কয়েকটি বিষয় জানা দরকার।

সাইজ: রুম অনুসারে টিভির সাইজ নির্ধারণ করতে হবে। যে ঘর বা যে রুমে স্মার্ট টিভি রাখা হবে, তা যদি সংকীর্ণ হয় সেক্ষেত্রে টিভি দেখতে কষ্ট হয়ে যাবে। তাই রুম সাইজের ওপর ভিত্তি করে টিভির সাইজ নির্বাচন করতে হবে।

রেজ্যুলুশন: যত বেশি পিক্সেলের টিভি, ছবি তত ভালো। স্মার্ট টিভি সত্যিই স্মার্ট কি না, তা কেনার আগে চেক করা খুব জরুরি। এছাড়া, হাই ডায়নামিক রেঞ্জ মানে এইচডিআর সাপোর্টও টিভির পিকচার কোয়ালিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিসপ্লে প্রযুক্তি: যেকোনো টেলিভিশনের জন্য এর ডিসপ্লে প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটি টিভি কেমন ভিডিও আউটপুট দিবে তা সম্পূর্ণ নির্ভর করে এর ডিসপ্লের প্রযুক্তির উপরে। বর্তমান সময়ে টিভির ডিসপ্লেতে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় তা হলো-

১. এলইডি কিংবা এলসিডি ডিসপ্লের টিভি সবচেয়ে সাধারণ এবং সাশ্রয়ী মূল্যের হয়ে থাকে। আধুনিক টিভির মধ্যে সর্বপ্রথম প্রথম প্রযুক্তি হচ্ছে এলসিডি এবং পরবর্তীতে টিভিতে এলইডি ব্যাকলিট ব্যবহারের মাধ্যমে এলইডি টিভিতে রূপান্তর করা হয়। এই প্রযুক্তির টিভি সাধারণত এইচডি রেজ্যুলিউশন পর্যন্ত সাপোর্ট করে।

২. এলইডি কিংবা এলসিডি প্রযুক্তি টিভি চেয়ে আরও ভালো প্রযুক্তি হচ্ছে ওলেড প্রযুক্তির

Yorumlar

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন