ডাক এসেছে রমজানের

Комментарии · 1036 Просмотры

ছবিঃ ইন্টারনেট

ডাক এসেছে রমজানের ওই
রোযা রাখার আহবান,
সুযোগ চাই দোয়া চাই
আল্লাহ যে মেহেরবান।

রোযা রেখে নামাজ পড়ে
জানি যাকাত দিতে হয়,
ভুল হলে তাই মাফ চাইবো
আল্লাহ যে করুণাময়। 

রোযার মাসে নফল কাজেও
জানি দ্বিগুণ সওয়াব হয়,
কুরআন তিলাওয়াত করবো বেশি
আল্লাহ যে দয়াময়।

ইতিকাফে মসজিদে বসে
খুঁজবো শবে কদর রাত,
হাজার রাতের চেয়েও সেরা
করবো বেশি মোনাজাত।

রাযার শেষে ঈদের খুশি
দেবো সবার মাঝে ছড়িয়ে,
ছোট বড় ধনী গরীব মিলে
সুখ দেবো পৃথিবী ভরিয়ে।

Комментарии

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন