আপনি কি আমার সাথে ফাইজালামি করেন - একজন বিশেষজ্ঞ প্রবীন ডাক্তারকে মাশরাফি

Commenti · 1143 Visualizzazioni

আপনি কি আমার সাথে ফাইজলামি করেন

 





নড়াইল জেলা সদর হাসপাতালে আকস্মিক এক অভিযানে রোগী সেজে যান এমপি মাশোরাফি। এরপর সরকারী হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, অব্যব্স্থাপনা দেখে তিনি রাগে ফেটে পড়েন এবং দ্বায়িত্বরত একজন সিনিয়র ডাক্তারের দিকে তেড়ে গিয়ে বলেন- '' আপনি কি আমার সাথে ফাইজলামি করেন " ? কাহিনীর এইখানেই শেষ নয়। হাসপাতালের বেহাল দশার ভিডিও করে সেটা সোস্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তার অভিনয়ে ঘোল খাওয়া স্টান্টবাজিপ্রিয় ক্রিকেটারভক্তদের বেশুমার প্রসংসার সাগরে ভাসছেন তিনি বর্তমানে। তার অভিযোগে চার অনুপস্থিত চিকিংসককে ওএসডি পর্যন্ত করা হয়েছে।

জনাব মাশোরাফির কাছে কিছু প্রশ্ন - 

- আপনি নিজে কোন পদ্ধতিতে নির্বাচনে জয়ী হয়েছেন? 
- সরকারী হাসপাতালগুলোর হাল কেন বেহাল সে ব্যপারে কি খোজ খবর করার চেষ্টা করেছেন? আপনার কি ধারনা এই দেশের বাকি আর সব প্রতিষ্ঠানে সব কিছু ঠিক ঠাক চলছে?
- মাস্তানি দেখিয়ে যেসব চিকিৎসকের চাকুরি খেলেন, তাদের বক্তব্য কি শোনার চেষ্টা করেছেন? 
- সিনিয়র প্রবীন এক ডাক্তারের সাথে কিভাবে কথা বলা উচিৎ সেই শিক্ষা কি আপনি পাননি ? কোন কারনে তিনি যদি অপরাধী হয়েও থাকেন তাকে এইভাবে জনসমক্ষে হেনস্তা করার কোন অধিকার আপনাকে দেয়া হয় নাই।

Commenti

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন