সত্য!

Yorumlar · 1284 Görüntüler

ছবিঃ ইন্টারনেট

ওহে,সত্য পথে বলিয়ান 
আমি সত্য পথের পথিক, 
সত্যের কাছে জীবন আমার 
লোকে যা ইচ্ছে তা বলুক। 

সত্যের মর্যাদা অতিউচ্চ 
সত্য একাই তো সুমহান,
সত্য পরম দয়ালু, 
অতিশয় মেহেরবান। 

সত্য সদা নিষ্কলুষ 
সত্য সর্ব বিষয়ে জ্ঞাত, 
সত্য মহান ধৈর্যশীল 
সম্পূর্নরূপে-প্রকাশিত। 

সত্য, লালন-পালনকারী 
এক শ্রেষ্ঠ অভিভাবক,
সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে 
সত্য সঠিক পথ-প্রদর্শক। 

সত্য, মিথ্যার ক্ষতিসাধনকারী 
মহান অকল্যানরোধক,
মহিমান্বিত ও দয়াবান সত্তা 
সকলের শ্রেষ্ঠ বিচারক।

কিছুই সত্যের আড়ালে নয়
সত্য নিখুঁত অবলোকনকারী, 
সকল অমঙ্গলের উর্ধে
একমাত্র সত্য স্বীকারকারী।

Yorumlar

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন