ঢাকা মেকারসের এ আয়োজনে কেন যাবেন

Comments · 185 Views

আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ঢাকায় চলছে জমজমাট এক আয়োজন।

আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ঢাকায় চলছে জমজমাট এক আয়োজন। গুলশানের তেজগাঁও লিংক রোডের আলোকিতে এই মেলা ও কর্মশালার আয়োজন করেছে ঢাকা মেকারস। যেখানে এক ছাদের নিচে নানা রকম পণ্য নিয়ে অংশ নিচ্ছে ২০টির বেশি প্রতিষ্ঠান। দেখার পাশাপাশি সেখান থেকে কিনতে পারবেন নিজের পছন্দমতো পণ্য। ছবিতে ছবিতে জেনে নিন আরও কিছু তথ্য এইচএসবিসি প্রেজেন্টস ঢাকা মেকারস নামের এ আয়োজন শুরু হয়েছে ২৪ জুন। ছোট্ট কাচের বাক্স ও বয়ামে নানা রকম বাগান তৈরি করা হয়েছে ‘পাতার গল্প’ নামের স্টলে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা। সবার জন্য উন্মুক্ত এ আয়োজন চলবে ২৭ জুন পর্যন্ত আছে পাটপণ্যের গৃহস্থালি উপকরণ বিক্রির প্রতিষ্ঠান ‘বেনি বুনন’। তাদের তৈরি ম্যাট, পাপোশ, ব্যাগ, রানারসহ নানা রকম টেবিলওয়্যার পাওয়া যাবে চামড়ার তৈরি মানিব্যাগ, চাবির রিং, পাউচ ব্যাগ, চশমার বাক্স থেকে শুরু করে নতুন নকশার বেল্ট এনেছে ‘ওয়াইল্ড উভেন’ (fb.com/wildwoven)। চামড়াকে নানা রকম নিরীক্ষার মাধ্যমে এসব আরামদায়ক পণ্য ক্রেতাদের কাছে নিয়ে এসেছে তারা গয়নার দোকান ‘শৈলী’তে পাবেন নানা রকম ধাতব ও পুঁতির তৈরি গয়না। শৈলীর নিজস্ব নকশার এসব গয়নার প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেল ‘স্টুডিও ৬/৬’ নামের এই দোকানে মিলবে ভিন্ন রকম চিত্রকর্ম। ঘরের দেয়াল আর নিজের রুচি বুঝে সেখান থেকে নানা রকম চিত্রকর্ম সংগ্রহ করা যাবে নির্দিষ্ট দামে শহুরে জীবনযাপনে রিকশাচিত্র দিয়ে ঘর সাজানোর চল বেড়েছে। আর তাই `বিডি রিকশা আর্ট গ্যালারি'তে পাবেন তেমন ধরনের রিকশাচিত্র করা সামগ্রীও। সানগ্লাস, চিত্রকর্ম, হারিকেনের মতো জিনিসে মিলবে রিকশা আর্ট গয়নার দোকান ‘ইন্দুবালা’য় গয়না ছাড়াও নানা রকম গয়নার বাক্স নজর কাড়বে। বিশেষভাবে টিনের বাক্সে রিকশাচিত্রের আবহ ফুটিয়ে তোলা হয়েছে হুরে জীবনে নানা রকম মোম দিয়ে ঘর সাজানোর চল বেড়েছে। আর ‘ক্যান্ডেল অ্যান্ড কোং’য়ের এই স্টলের সামনে এলে সেটা বুঝতে বাকি থাকবে না। কত রকম নকশা করা মোমের দেখা যে মিলবে এখানে এলে! একটু ভিন্ন রকম সিরামিকের জিনিসপত্র যাঁরা কিনতে চান, তাঁরা একবার ঢুঁ মারতে পারেন ‘পাল’স’ নামের এই দোকানে। এখানে পাবেন নানা রকম টি-পট, থালাবাটি দোকানগুলো ঘোরার পাশাপাশি ব্লক, প্রিন্টিং, গয়না তৈরি, ইলাস্ট্রেশন, পাপেট, যোগ, আত্মরক্ষা, বয়াম, বাগানবিষয়ক নানা রকম কর্মশালার আয়োজন আছে কর্মশালায় অংশ নিতে চাইলে নিবন্ধন ও টিকিট ক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন এই লিংকে: www.dhakamakers.com/programme

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন