ব্যবসায় সফল হওয়ার এক অভিনব টেকনিক
এক ছিলেন সফল ব্যবসায়ী । সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে তিনি ধনী হয়েছেন।। ব্যবসার শুরু থেকেই তার সাথে ছিল এক বিশ্বস্ত কর্মচারী । একদিন ঐ বিশ্বস্ত কর্মচারী তার মালিকের কাছে নিজে ব্যবসা করার ইচ্ছা পোষণ করল এবং তার প্রাপ্যসহ পুঁজিবাবদ তাকে কিছু টাকা সাহায্য দেয়ার আবদার করল।
কথা শুনে ব্যবসায়ী খুশী মনে বললেন, তুমি কেবল আমার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারীই নয় বরং আমার বন্ধুও বটে। আমি তোমাকে সাহায্য করব। ব্যবসায়ী বললেন তুমি এক কাজ কর, কালকে সকালে তোমার বাড়ি থেকে বের হয়ে একটি ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে বাজাতে আমার কাছে আসবে ও সবাইকে বলবে যে, তুমি আমার কাছ থেকে পুঁজি আনতে যাচ্ছ।
যেই কথা সেই কাজ। বিশ্বস্ত কর্মচারী মালিকের কথা মত কাজ করলেন। ব্যান্ড পার্টিসহ বাজনা বাজাতে বাজাতে মালিকের কাছে আসলেন। ব্যবসায়ী তাকে একটি কাপড়ের পুটলি দিলেন এবং শর্ত দিলেন যে, কর্মচারী কখনো সেই পুটলি খুলবেন না। সে যেন এই পুটলি যত্ন করে তার কাছে রেখে দেয় এবং কাল থেকে বাকীতে মাল কিনে ব্যবসা শুরু করে। ব্যবসায়ী বললেন, তুমি এখন যাও এবং মানুষকে বলতে বলতে যাও যে, মালিকের কাছ থেকে তুমি অনেক টাকা নিয়ে যাচ্ছ!
বিশ্বস্ত কর্মচারী সব কথা শুনলেন এবং সেই মোতাবেক বলতে বলতে গেলেন যে, আমি মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসেছি। তার পরের দিন ঘটল মজার ঘটনা, সেই কর্মচারী বাজারে যেতে না যেতেই তাকে ছোট ছোট ব্যবসায়ীগণ বাকীতে পণ্য দিয়ে দিচ্ছে, কেউ বা তার সাথে পার্টনার হতে চাচ্ছে, কেউ বা অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে। কারণ সবাই জানত এই কর্মচারী অনেক টাকা নিয়েই ব্যবসা শুরু করেছে কেননা তার মালিক ছিল সব থেকে বড় ব্যবসায়ী।
এভাবে সকলের সহযোগিতায় ব্যবসা শুরু করে সেই কর্মচারী অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন। একদিন তার মনে হল তার মালিকের কাছ থেকে আনা পুটলিটা কোনো কাজেই আসল না, তাই সেটি খুলে দেখার ইচ্ছা হল। Read More