দেশ এখন কোথায় যাচ্ছে?

সারা দেশের রাস্তা ঘাটের একি অবস্থা

মনে হচ্ছে যেন আমরা বর্তমানে রাজা বিহীন দেশে বাস করছি। যেখানে আমাদের ভাল-মন্দ, সুবিধা-অসুবিধা দেখার মতো কেউ নেই। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে  রোড এ্যাকসিডেন্টে। রাস্তা ঘাটের যা অবস্থা তাতে করে তা চলার অযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে দিন দিন। অথচ তা দেখার কেউ নেই। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করলাম সংসদে মন্ত্রীদের মোবাইল ফোন কেনার জন্য বাজেট হচ্ছে জনপ্রতি ৭০,০০০ টাকা। যা সত্যিই লজ্জাজনক। যেখানে সংসদে জনগণের নানামুখী সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে মন্ত্রীদের মোবাইল বিলাসিতা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বাজেট পাশ করা হচ্ছে। অথচ জনগনের চলাচলের জন্য নির্মিত রাস্তাঘাটে চলাচল করতে জনগণের অসুবিধা হচ্ছে এদিকে কারো নজর নেই।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন