মৃত ছেলে পুনরায় জীবিত হলো

Comentários · 581 Visualizações

আল্লাহর অনুগ্রহ ও সাহায্য ছাড়া কোনো ব্যক্তিই সফলকাম হতে পারেন না।

একটি বিস্ময়কর ঘটনা

হাফেজ ইবনে নজর সালামী বলেন যে, আমি রবী ইবনে কুলসুমের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে একটি ঘটনা শুনিয়েছেন। ঘটনাটি হলো-

একজন বৃদ্ধা নারী ছিলেন যিনি অন্ধ, বধির এবং প্যারালাইসিস রোগে আক্রান্ত। তাঁকে দেখাশুনা করার মত তাঁর একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না। সে ছেলেটিই কামাই-রোজগার করে তাঁর খোর-পোষ ও খানা-পিনার ব্যবস্থা করত। একদিন ছেলেটি মারা গেল। আমরা ঐ ছেলেটির মায়ের নিকটবর্তী গিয়ে মৃতের শোক প্রকাশান্তে বললাম ‘হে আল্লাহর বান্দি! আপনি ধৈর্য্য হারা হবেন না। আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং বিপদে আল্লাহকে স্বরণ করুন।’ বৃদ্ধা বললেন কি হয়েছে, আমার ছেলে মারা গেল নাকি? আমরা বললাম, হ্যাঁ।

সাথে সাথে মহিলাটি এভাবে দোয়া করতে লাগলেন- ‘হে আল্লাহ! আমার প্রতি রহম কর। আমার থেকে আমার ছেলেকে উঠিয়ে নিও না। আমি বধির, অন্ধ এবং প্যারালাইসিস রোগী। আমাকে দেখার মত সে ছাড়া আর কেউ নেই। হে আমার মওলা! এ ব্যাপারে আমার প্রতি অনুগ্রহশীল হও।

বর্ণনাকারী বলেন যে, আমরা ধারণা করলাম বৃদ্ধা মহিলাটি হয়ত পাগল হয়ে গিয়েছেন। তিনি এভাবে দোয়া করতে ছিলেন। অত:পর আমরা কাফন ক্রয়ের জন্য বাজারে গেলাম এবং ফিরে এসে দেখি যে, মহিলার ছেলে সুস্থ অবস্থায় সহীহ সালামতে মায়ের কাছেই বসে আছে। সুবহানাল্লাহ! Read More

www.sylhet786.com

 

Comentários
Khorshed Ali 7 anos

hmm

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন