★★বিয়ে করলেন হিরো আলম!★★

Kommentare · 1157 Ansichten

বিয়ে করেছেন হিরো আলম। গত রোববার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছ?

বিয়ের বিষয়ে হিরাে আলম বলেন, 'কথা বলা নিষেধ' এই নামে শর্ট ফিল্মে অভিনয় করেছি। শর্ট ফিল্মটিতে আমি একজন তােতলা হিসেবে দেখা যাবে। আর ওই তরুণী বােবা'র চরিত্রে অভিনয় করেন। শর্ট ফিল্মটি ২৭ নভেম্বর ২০১৮ সালে মুক্তি পেয়েছে। ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ।  দেখিয়ে আলােচিত হিরাে আলম ২০১৮ এর শেষের দিকে বেশ আলােচনায় ছিলেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করে বেশ আলােচনায় আসেন তিনি। একের পর এক বিভিন্ন ঘটনার জন্ম দেয়া এই হিরাে আলম সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা পােষণ করেন। এর পর থেকে হিরাে আলম আবারও আলােচনায় আসেন।

হিরো আলমের দাম্পত্য জীবনের জন্য রইলো শুভকামনা।     

--------------------------------[ধন্যবাদ সবাইকে]

Kommentare

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন