অত্যাচারী হওয়ার চেয়ে মৃত্যু ভালো

Comments · 1115 Views

হাজ্জাজ বিন ইউসুফ খুব অত্যাচারী গভর্নর ছিলো। একবার এক দরবেশ, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, হাজ্জাজের শহরে

দরবেশ হাত তুলে বললেন- ''হে খোদা, এই মানুষটার প্রাণবায়ু কেড়ে নাও।''

আঁতকে উঠে হাজ্জাজ বললো- ''এ কোন ধরণের দোয়া করলেন আপনি!''

দরবেশ উত্তরে বললেন- ''এটা তোমার আর সকল মুসলমানদের ভালোর জন্যেই।''

ওহে অত্যাচারী, যবে থেকে নিজ প্রজাদের অত্যাচার করে চলেছো,আর কত দিন তুমি এই উদ্যম টিকিয়ে রাখবে বলে ভেবেছো?এই কর্তৃত্ব দ্বারা কি উপকার হবে তোমার?মৃত্যু ঢের ভালো যদি জুলুম চলে উপরে প্রজার।

মূলঃ শেখ সাদী, গুলিস্তান।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন