গল্প : এক হাজার আয়নার ঘর।।।।।।।।

Comentários · 1222 Visualizações

কষ্ট করে ১ মিনিট সময় বের করে আর্টিকেলটি পড়বেন। আশা করি ভালো লাগবে। আপনার মূল্যবান সময় নষ্ট হবে না।।।

এক গ্রামে এক কৃষকের পরিবার বাস করে। সেই পরিবারে এক হাসি মাখা মুখের এক মেয়ে বাস করে। সেই গ্রামে এক বাড়ি ছিল। নাম " এক হাজার আয়নার ঘর "।একথা সে মেয়ে শুনতে পায় এবং তার ইচ্ছা হয় সে সেখানে যাবে। 

একদিন সে তার এক বন্ধুকে সাথে নিয়ে সেখানে যায়। প্রথম মেয়ে বলে, আমি ঘুরে আসার পড় তুমি যাবে। দ্বিতীয় মেয়ে বলে, আচ্ছা। 

এখন প্রথম মেয়ে ঘরের ভিতরে যায় এবং ঘরের সৌন্দর্য দেখে খুব খুশি। এর পর সেই হাজার ঘরের ভেতর যায়। তখন সে দেখে তার মতো হাসি মাখা মুখের হাজারটা মেয়েকে দেখে। সে খুব খুশি হয়ে বাহিরে এসে বলে,খুব সুন্দর ঘর। এবার তুমি যাও।।। 

এবার দ্বিতীয় মেয়ে ভিত মনে ঘরের ভিতরে যায়। ঘুরতে ঘুরতে সে সেই ঘরে যায়। গিয়ে সে দেখে যে, তার মতো হাজারটা ভিত মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে খুব ভয় পেয়ে বাহিরে চলে আসে। এবার সে তার বন্ধু কে বলে, আমি এখানে আর কখনো আসবনা। ঘরটা খুব ভয়ানক। এখন সে চলে যায়। 

 

শিক্ষা : জীবনটাও ঠিক আয়নার মতো। তুমি তাকে যেভাবে দেখবে ,সেও তোমাকে সেভাবেই গ্রহন করবে। তাই সকলকে ভালো চোখে দেখা উচিৎ। । । ৷

--------------------------------[ধন্যবাদ সবাইকে]           

Comentários
Rinku Das 7 anos

Humm
Nice likcen

 
 
Apon Mahmud 7 anos

hmm

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন