সম্প্রতি নায়ক দেব কে এক সাংবাদিক ফোন দিয়ে এ অভিজ্ঞতা হয়েছে কলকাতা টাইমসের এক সাংবাদিকের। সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি দেব কে ফোন করে কথা বলতে চান। কিন্তু ফোনের ওপাশ থেকে অপরিচিত এক কন্ঠ বলে, "দেব মারা গেছেন"। আমি এখন তার মৃত দেহের পাশে বসে আছি।।।।।
প্রথমে সে বুঝতে পারেনি। কিন্তু পরে বুঝল যে দেব তার ফোন নম্বর বদলিয়েছেন। তার নম্বরটা এখন অন্য কেউ ব্যবহার করছে।
ধারণা করা যায় যে, দেবের নতুন-পুরাতন ভক্ত ও অনেক সাংবাদিক সারাদিন এই নম্বরে ফোন করে। এ জন্য সেই ব্যক্তিটি বলেছেন " দেব মারা গেছে "।।।।।।।।।
------------------------------[ধন্যবাদ সবাইকে]






Kabir Hossain 7 yrs
:) :) :)