***ফেসবুকে স্ত্রী বিক্রির স্ট্যাটাস!***

Yorumlar · 1508 Görüntüler

***ফেসবুকে স্ত্রী বিক্রির স্ট্যাটাস!***

বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে জীবনকে সহজতর করার জন্য বিভিন্ন online কেনা-বেচা চালু হয়েছে। 

Title দেখে অবাস্তব বলে মনে হলেও এটা বাস্তব। ভারতের মধ্যপ্রদেশের শহর ইনদওর এ ঘটনাটি ঘটে। এ শহরের দীলিপ মালি নামে এক ব্যক্তি এই  স্ট্যাটাসটি  দেয়। পুুুুলিশ ঘটনাটি  তদন্ত করে জানতে পারে দীলিপ মালি অনেক ঋণ করে ফেলে। যা সে কোনো ভাবেই শোধ করতে পারছিল না। এ জন্য সে তার স্ত্রীর ছবি ও তার মোবাইল নম্বর দিয়ে পোস্ট দেন। এই খবর তার স্ত্রী জানতে পেরে পুলিশকে জানান। পুলিশ তদন্ত করে দীলিপ মালি কে ভারতীয় আইন ৫৫৯ অনুযায়ী গ্রেফতার করে। ঘটনাটি এখন ভারতে ভাইরাল হয়ে গেছে। 

তাই তথ্যপ্রযুক্তির এই অপব্যবহার থেকে নিজে বিরত থাকব এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করা কর্তব্য।।। 

................................................[ধন্যবাদ]            

Yorumlar

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন