মনের ভূত

Commenti · 625 Visualizzazioni

একদিন শাহেদ বাজার করার উদ্দেশ্যে তার বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরের এক হাটে গেল।তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা

একদিন শাহেদ বাজার করার উদ্দেশ্যে তার বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরের এক হাটে গেল।তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা ভাল না হওয়ার কারণে তাকে হেঁটেই হাটে যেতে হল।হাটে যাবার পর তার কিছু পুরাতন বন্ধুর সাথে দেখা হল এবং তাদের সাথে গল্পগুজব করে বাড়ির পথে রওনা হতে রাত হয়ে গেলো।সে বাজার থেকে ৫ কেজি আলু আর কিছু টমেটো কিনেছিল।সে ছিল অনেকটা ভিতু প্রকৃতির মানুষ আর তার চলার রাস্থা তা ও নাকি ভয়ংকর ছিল আর ঘন জঙ্গলে পরিপূর্ণ।কথিত আছে লোকজন একটু রাত হলে ঐ রাস্তা দিয়ে গেলে নাকি ভূতের আলো আর মাথা কাটা ভূত দেখতে পেত।তো এটা ভেবে সে খুব ভয় পেতে লাগল।আর এমনিতে লোকজন রাতের বেলা ঐ রাস্থায় চলাচল করত না।তো বলে রাখি তার বাজারের থলে তা একটু ছেড়া ছিল।তো কিছু পথ চলার পর একটা আলু থলের ফুটো দিয়ে তার পায়ে পড়ল।প্রথমে সে তেমন গুরুত্ব দিল না।আর ও কিছুক্ষণ চলার পর আর একটা আলু ও তার পায়ে পড়ল। এবার সে ভাবল ভূতে বুঝি ঢিল ছুড়ছে।এই ভেবে সে দ্রুত হাঁটা শুরু করল।সে যত দ্রুত হাটে তত তাড়াতাড়ি আলু তার পায়ে পড়ে।ভয়ে এবার সে প্রাণপণে দৌড়াতে লাগল আর আলু আর টমেটো ও তত দ্রুত তার পায়ে আঘাত করতে লাগল।এভাবে এক সময় সে তার বাড়ির নিকটে চলে আসলো।তখন আর তাঁর পায়ে কিছু পড়ছে না। সে ভাবল আজ ভূতের হাত থেকে খুব জোর বাঁচা গেছে।আসলে আর আলু, টমেটো কিভাবে পড়বে,থলে তে থাকলে তো পড়বে।আর এদিকে সে এমন ভয় পেয়েছে যে ভারী আলু,টমেটো ভর্তি থলে যে একদম ফাঁকা হয়ে গেছে সে টের পায়নি।সে থলে টা তাঁর বউয়ের কাছে দিয়ে বলল এই নাও বাজার আলু আর টমেটো আছে। বউ দেখে বলল কিন্তু এতে তো কিছু নাই।আর থলের তলা তো ছেড়া।তখন সে বুঝতে পারল আসলে তার পায়ে আলু আর টমেটো পড়েছে।সে আর ও ভাবল যে মনের ভয়েই সে আজকে আলু আর টমেটো হারাল।সে বুঝতে পারল ভূত বলতে আসলে কিছু নাই।

আমার পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই আমাকে follow না করে যাবেন না।ধন্যবাদ।।।

আমার পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই আমাকে follow না করে যাবেন না।ধন্যবাদ।।।

আমার পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই আমাকে follow না করে যাবেন না।ধন্যবাদ।।।

 
Commenti

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন