আমরা সবাই জীবনে সফলতা অর্জন করতে চাই কিন্তু আসলে কি আমরা সফল হতে পারি ? না! কিন্তু কেন? এর অন্যতম একটা মূল কারন হচ্ছে আমরা আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না । আমরা একবার ব্যর্থ হলে সেই কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলি এবং সেই কাজটি আর করতে চাই না আর । এভাবেই আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তাহলে কিভাবে আমরা স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত করতে পারি? এর উত্তর আমরা কমবেশি সবাই জানি । ছোটবেলা থেকে আমরা সবাই শুনেছি,” একবার না পারিলে দেখো শতবার” যদি আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হই তাহলে কেন ব্যর্থ হলাম সেটাকে নিয়ে বিশ্লেষণ করে আবার নতুন করে চেষ্টা করতে হবে । এভাবে প্রত্যেকটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং আরো নতুন ভাবে চেষ্টা করতে থাকলে অবশ্যই আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারব ।
সার-সংক্ষেপ: কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হলে দরকার নির্দিষ্ট একটি পরিকল্পনা এবং “অবশ্যই করতে হবে” এই ধরনের মনোভাব, আর সাথে সাথে ব্যর্থতা বা ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারি ।
কথাগুলো আমার না, কথাগুলো বিভিন্ন বড় বড় সব সফল ব্যক্তিদের জীবনী থেকে নেওয়া ।
بحث
منشورات شائعة
-
বউ শাশুড়ীর একটি শিক্ষনীয় গল্প
بواسطة Muhammad Rakibul Islam -
কুরআন বড় নাকি রাসুল (সা)
بواسطة Muhammad Rakibul Islam -
কাজী নজরুলের চার বছরের সন্তানের মৃত্যুর করুন কাহিনী
بواسطة Samia Shejuti -
Exploring Generative AI in Software Development: Opportunities & Risks
بواسطة kanhasoft llp -
Probiotics Market Size, Share, Development, Trends, Segments and Forecast 2033
بواسطة Univ Datos