১০টি ইসলামি শিক্ষামূলক ও হাঁসির গল্প

التعليقات · 701 الآراء

তিন লক্ষ টাকার দোয়া

(এক) তিন লক্ষ টাকার দোয়া 

(দুই) চোর ধরার কৌশল 

(তিন) গুরুর শিক্ষা 

(চার) বাদশাহীর মূল্য 

(পাঁচ) রুটি চোরের স্বীকারোক্তি 

(ছয়) পেট ফাঁপার চিকিসা 

(সাত) মুরীদের পরীক্ষা 

(আট) মুরীদের জন্য কঠিন পরীক্ষা 

(নয়) মুরীদের জন্য আরেকটি পরীক্ষা 

(দশ) আরেক পরীক্ষা

‘আল জান্নাতু ক্বাইয়া’ন’ অর্থাৎ জান্নাত একটি ফাঁকা ময়দান। শুধুমাত্র তোমাদের আমল সেই ময়দানকে ভরে দেয়। কখনো মহল, কখনো বাগান, কখনো সুন্দরী হুর ইত্যাদি যেরূপ এবাদত সেরূপ সম্পদ সেখানে জমা হয়। হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব (রঃ) এর স্বপনের একটি ঘটনা থেকে বিষয়টি বুঝতে সুবিধা হবে-

হযরত মাওলানা ছিলেন কাশফ্ওয়ালা বুযুর্গ, একজন কামেল ওলী। যারা মুহাক্কেক আলেম তারা অধিকাংশই মজযূব হয়ে থাকেন। হযরত মাওলানার মধ্যেও সেই রকম মজযূবিয়াতের শান বিদ্যমান ছিল। যখন 

যে-ধারণা জাগে তখন তাই করতে লেগে যান। কেন করছেন, কী প্রয়োজনে করছেন তা কেউ জানে না। শুধু মনে লেগে গেছে তাই করে যাচ্ছেন। মজযূবগণের অভ্যাসই ঐ রকম। একবার রাতে হঠাৎ কী এক ধারণা জন্মাল, তিনি তখন তিন লক্ষ টাকার জন্য দোয়া করতেন লাগলেন, ‘‘ইয়া আল্লাহ্! আমাকে তিন লক্ষ টাকা দান করুন।’’

কিন্তু কেন তিন লক্ষ চাচ্ছেন? কী প্রয়োজন টাকার? কিছুই জানেন না, শুধু মজযূবের একটা বিশেষ অবস্থার প্রতিফলন আর কি! অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল দোয়া করতে করতে ‘‘হে আল্লাহ্! আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন।’’ তিন-চার ঘন্টা অতিবাহিত হল। রাত দুইটা বেজে গেল। দোয়া করার অবস্থায় বসে বসেই মাওলানার ঘুম এসে গেল। স্বপ্নে দেখেন সাদা রংয়ের একটা বিরাট  Read More

 

التعليقات
yamin321 7 سنوات

good

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন